দুবাই, 26 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফিজুড়ে তাঁর ব্য়াটে ম্য়াজিকের অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী ৷ প্রথম ম্যাচে ঝলসে না-উঠলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিন অঙ্কের রান এসেছে ব্যাটে ৷ তাঁর 51তম ওডিআই শতরানে ভর করে পাকিস্তানকে ছয় উইকেটে দুরমুশ করেছে ভারত ৷ একইসঙ্গে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ৷ পাক ম্য়াচে বিরাট কোহলির অপরাজিত শতরানের ইনিংস প্রতিফলিত হল আইসিসি ব়্যাংকিংয়েও ৷ ফের সেরা পাঁচে ঢুকে পড়লেন 'দ্য রানমেশিন' ৷
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওডিআই ব্য়াটারদের ক্রমতালিকায় ছ'য়ে ছিলেন বিরাট কোহলি ৷ পাকিস্তানের বিরুদ্ধে শতরান 'চেজমাস্টার'কে ফিরিয়ে আনল পাঁচে ৷ কিউয়ি ব্যাটার ডারিল মিচেলকে সরিয়ে বুধবার প্রকাশিত তালিকায় একধাপ উপরে উঠলেন ভারতের তারকা ব্যাটার ৷ সাম্প্রতিক সময়ে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁর দুর্বলতা ভাবিয়ে তুলেছিল অনুরাগীদের ৷ তবে সমস্ত ভাবনা দূর করে পাক ম্যাচে 82তম আন্তর্জাতিক শতরান এসেছে বিরাট কোহলির ব্য়াটে ৷ পাক ম্যাচে 111 বল খেলে 100 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি ৷
অন্যদিকে ব়্যাংকিং শীর্ষে জায়গা ধরে রেখেছেন ওপেনার শুভমন গিল ৷ ইংল্য়ান্ড সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর চ্য়াম্পিয়ন্স ট্রফির ঠিক আগে আইসিসি ওডিআই ব়্যাংকিংয়ে পয়লা নম্বর স্থানটি দখল করেছিলেন পঞ্জাব ব্য়াটার ৷ পাক ম্যাচে অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও ব়্যাংকিং শীর্ষেই রইলেন গিল ৷ অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্ট ওপেনারে ডানহাতি ওপেনারের ব্যাটে এসেছিল ঝকঝকে শতরান ৷ 129 বলে 101 রানে অপরাজিত ছিলেন তিনি ৷
Strong performances at #ChampionsTrophy 2025 have been rewarded on the latest rankings update 🔥
— ICC (@ICC) February 26, 2025
Details ⬇️https://t.co/MKxfGl1AQd
তাই 817 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মার ডেপুটি ৷ দ্বিতীয়স্থানে থাকা পাক ব্যাটার বাবর আজম রয়েছেন 47 পয়েন্ট পিছনে ৷ প্রথম পাঁচের বাকি দুই ব্যাটার হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (3) এবং দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন (4) ৷ এছাড়া প্রথম দশে ভারতীয় ব্য়াটারদের মধ্যে ন'য়ে রয়েছেন শ্রেয়স আইয়ার ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ম্যাচে অর্ধশতরান এসেছে তাঁর ব্য়াটেও ৷
একনজরে ওডিআই ক্রিকেটের প্রথম পাঁচ ব্য়াটার:
- শুভমন গিল- 817 পয়েন্ট
- বাবর আজম- 770 পয়েন্ট
- রোহিত শর্মা- 757 পয়েন্ট
- হেনরিক ক্লাসেন- 749 পয়েন্ট
- বিরাট কোহলি- 743 পয়েন্ট