পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ম্যাচ গড়াপেটায় উয়াড়ি, টালিগঞ্জ অগ্রগামীকে সাসপেন্ড করল আইএফএ; তদন্তে পুলিশ - IFA Suspends Premier Division Clubs - IFA SUSPENDS PREMIER DIVISION CLUBS

IFA Suspends Premier Division Clubs: রাজ্য ফুটবলে হইচই পড়ে গিয়েছে ৷ কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনে ম্যাচ গড়াপেটার অভিযোগ একসময় জাতীয় লিগ খেলা ক্লাবকে সাসপেন্ড করল আইএফএ ৷ সেই সঙ্গে উয়াড়ি এসি-কেও সাসপেন্ড করা হয়েছে একই অভিযোগে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 3:16 PM IST

Updated : Apr 3, 2024, 3:36 PM IST

কলকাতা, 3 এপ্রিল: ম্যাচ গড়াপেটায় কড়া পদক্ষেপ নিল 'ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন' বা আইএফএ ৷ এআইএফএফের রিপোর্টের ভিত্তিতে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ি এসি-কে ৷ এই মামলায় কলকাতা পুলিশে এফআইআর দায়ের করেছে আইএফএ ৷ রাজ্য ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত ইটিভি ভারতকে জানিয়েছেন, পুলিশের তদন্ত শেষ হওয়া ও তার রিপোর্ট না-আসা পর্যন্ত সাসপেন্ড থাকবে এই দুই ক্লাব ৷ সেই সঙ্গে কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিজি মেমোরিয়ালকেও সাসপেন্ড করা হয়েছে ৷

মূলত, কলকাতা ফুটবল লিগে ম্যাচ গড়াপেটা ও কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি ৷ সেই বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় ৷ প্রথমটি হল, কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ ৷ যেখানে লিগের একাধিক ম্যাচে গড়াপেটা হয়েছে বলে এআইএফএফ রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সংস্থাকে ৷ যেখানে জাতীয় লিগ খেলা টালিগঞ্জ অগ্রগামীর নাম সবার উপরে ছিল ৷ আর তালিকায় দ্বিতীয় নাম ছিল উয়াড়ি এসি-র ৷

আইএফএ সচিব বলেন, "টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে আমরা আগেই অভিযোগ পেয়েছিলাম ৷ তার ভিত্তিতে পুলিশকে ম্যাচ গড়াপেটার বিষয়টি জানিয়ে তদন্ত করতে বলি ৷ তারপর উয়াড়ি এসি-র নাম আমাদের সামনে আসে ৷ সেই মতো উয়াড়ির বিরুদ্ধেও আমরা তদন্ত করতে বলেছি ৷ যতদিন না পুলিশের তদন্ত রিপোর্ট আসছে, ততদিন এই দু’টি ক্লাব সাসপেন্ড থাকবে ৷ যদি, পুলিশের রিপোর্ট দু’টি ক্লাবের ম্যাচ গড়াপেটায় কোনও যোগ না-পাওয়া যায়, তাহলে সাসপেনশন উঠে যাবে ৷ আর দোষ প্রমাণিত হলে, আমরা আবার একটা বৈঠক করব ৷ সেখানে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে ? তার সিদ্ধান্ত নেব ৷"

দ্বিতীয় অভিযোগটি হল কলকাতা লিগের আরেকটি ক্লাব খিদিরপুরের বিরুদ্ধে ৷ অভিযোগ কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন লিগে একাধিক ম্যাচে লাইসেন্স বিহীন কোচ ছাড়া মাঠে নেমেছিল খিদিরপুর ক্লাব ৷ ম্যাচের সময় ডাগ-আউটে লাইসেন্স আছে এমন কোনও কোচ বা সাপোর্ট স্টাফ ছিল না ৷ এই ঘটনায় খিদিরপুর ক্লাবকে 50 হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷

আর তিন নম্বর ও সবচেয়ে বড় অভিযোগটি হল কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনে মহিলা ফুটবলাদের শারীরিক নির্যাতন ৷ অভিযোগ, জিসি মেমোরিয়াল ক্লাবের কর্তারা দীপ্তি সংঘের ফুটবলারদের শারীরিক নির্যাতন করেছেন দ্বিতীয় ডিভিশনের ম্যাচ চলাকালীন ৷ এই ঘটনায় অভিযুক্ত ক্লাবকে সাসপেন্ড করেছে আইএফএ ৷ সেই সঙ্গে দুই ক্লাবের কোচকেও সাসপেন্ড করা হয়েছে ৷

ম্যাচ গড়াপেটার বিষয়টি নিয়ে অনির্বাণ দত্ত জানিয়েছেন, কলকাতা ফুটবল লিগ চলার সময় এআইএফএফের অ্যান্টি-ফিক্সিং ওরগানাইজেশন পিয়ালেস বনাম টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ ও তার ফলাফল নিয়ে সন্দেহপ্রকাশ করে ৷ যা নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একটি রিপোর্টও তারা দিয়েছিল ৷ এবার তাদের রিপোর্টে উয়াড়ি এসি-র নামও উল্লেখ করা হয়েছে ৷ এবার পুরো বিষয়টি পুলিশের তদন্তে উঠে আসা রিপোর্টের উপর নির্ভর করছে ৷

আরও পড়ুন:

  1. ডাগ আউটে নেই কুয়াদ্রাত, অনিশ্চিত ক্রেসপো; জয় নিয়ে আশাবাদী লাল-হলুদ
  2. আইপিএলের হাত ধরেই দেশের জার্সি গায়ে চাপাতে চান ময়াঙ্ক
  3. কন্যাশ্রী কাপে মহিলা ফুটবলার নিগ্রহের অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ
Last Updated : Apr 3, 2024, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details