কলকাতা, 3 এপ্রিল: ম্যাচ গড়াপেটায় কড়া পদক্ষেপ নিল 'ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন' বা আইএফএ ৷ এআইএফএফের রিপোর্টের ভিত্তিতে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে টালিগঞ্জ অগ্রগামী ও উয়াড়ি এসি-কে ৷ এই মামলায় কলকাতা পুলিশে এফআইআর দায়ের করেছে আইএফএ ৷ রাজ্য ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত ইটিভি ভারতকে জানিয়েছেন, পুলিশের তদন্ত শেষ হওয়া ও তার রিপোর্ট না-আসা পর্যন্ত সাসপেন্ড থাকবে এই দুই ক্লাব ৷ সেই সঙ্গে কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিজি মেমোরিয়ালকেও সাসপেন্ড করা হয়েছে ৷
মূলত, কলকাতা ফুটবল লিগে ম্যাচ গড়াপেটা ও কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি ৷ সেই বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় ৷ প্রথমটি হল, কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশন লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ ৷ যেখানে লিগের একাধিক ম্যাচে গড়াপেটা হয়েছে বলে এআইএফএফ রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সংস্থাকে ৷ যেখানে জাতীয় লিগ খেলা টালিগঞ্জ অগ্রগামীর নাম সবার উপরে ছিল ৷ আর তালিকায় দ্বিতীয় নাম ছিল উয়াড়ি এসি-র ৷
আইএফএ সচিব বলেন, "টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে আমরা আগেই অভিযোগ পেয়েছিলাম ৷ তার ভিত্তিতে পুলিশকে ম্যাচ গড়াপেটার বিষয়টি জানিয়ে তদন্ত করতে বলি ৷ তারপর উয়াড়ি এসি-র নাম আমাদের সামনে আসে ৷ সেই মতো উয়াড়ির বিরুদ্ধেও আমরা তদন্ত করতে বলেছি ৷ যতদিন না পুলিশের তদন্ত রিপোর্ট আসছে, ততদিন এই দু’টি ক্লাব সাসপেন্ড থাকবে ৷ যদি, পুলিশের রিপোর্ট দু’টি ক্লাবের ম্যাচ গড়াপেটায় কোনও যোগ না-পাওয়া যায়, তাহলে সাসপেনশন উঠে যাবে ৷ আর দোষ প্রমাণিত হলে, আমরা আবার একটা বৈঠক করব ৷ সেখানে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে ? তার সিদ্ধান্ত নেব ৷"