লন্ডন, 12 অগস্ট:বিগত দু'বছর ধরে হতাশা এবং চরম উদ্বেগের শিকার ছিলেন গ্রাহাম থর্প ৷ আর সেই কারণেই সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ৷ মৃত্যুর এক সপ্তাহ পর সত্য অনুরাগীদের সামনে আনলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের স্ত্রী ৷ গত 5 অগস্ট ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে দেশের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়েছিল ৷ তবে কারণ নিয়ে ছিল ধোঁয়াশা ৷
সম্প্রতি প্রয়াত থর্পের স্ত্রী অ্যামান্ডা এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ সময় ধরে মানসিক অশান্তির সঙ্গে লড়াইয়ের পর আত্মহননের পথই বেছে নিয়েছেন ক্রিকেটার ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত ক্রিকেটারের স্ত্রী বলেন, "স্ত্রী এবং দুই কন্যাসন্তানকে থর্প খুবই ভালোবাসতেন ৷ আমরাও ভীষণ ভালোবাসতাম তাঁকে ৷ কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনা গেল না ৷" শেষদিকে থর্প মনে করতেন, তাঁকে ছাড়াই হয়তো স্ত্রী এবং সন্তানেরা ভালো থাকবে ৷ সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন প্রয়াত ক্রিকেটারের স্ত্রী ৷