চেন্নাই, 18 সেপ্টেম্বর: গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি ৷ দু'জনে ক্রিকেটার হিসেবে বাইশ গজে যতটা বর্ণময়, ঠিক ততটাই বর্ণময় দু'জনের সম্পর্কের সমীকরণ ৷ বলা ভালো ভারতীয় ক্রিকেটের দুই তারকা ব্যাটারের বৈরিতার সম্পর্ক নিয়ে বিগত বছরগুলোতে মুচমুচে খবর পরিবেশন হয়েছিল ৷ তার কারণও ছিল ৷ মাঠেই ঝামেলায় জড়িয়ে শিরোনামে এসেছিলেন দু'জনে ৷ তবে গম্ভীর জাতীয় দলের কোচ হয়ে আসার পর বৈরিতা যে ঘুচবে, সেটা জানাই ছিল ৷ কিন্তু বুধবার গুরু-শিষ্যের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো পোস্ট করা হয় বোর্ডের তরফে ৷ সেখানে শত্রুতা-আগ্রাসন গলে জল ৷ একে অপরের মুক্তকণ্ঠে প্রশংসায় মাতলেন গম্ভীর এবং কোহলি ৷
বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে একান্ত আলাপচারিতায় গম্ভীর-কোহলি দু'জনেই টেস্ট ম্য়াচের প্রতি তাঁদের ভালোবাসার কথা জানালেন ৷ লাল বলের ক্রিকেটে একে অপরের সেরা ইনিংসের কথা সামনে আনলেন ৷ যদিও আলাপচারিতার শুরুটা হয়েছিল 2011 বিশ্বকাপ ফাইনালে সূত্র ধরে ৷ এরপর 2014-15 মরশুমে অজিভূমে কোহলির দুর্ধর্ষ ব্যাটিংয়ের প্রশংসা করেন গম্ভীর ৷ যেখানে আট ইনিংসে 692 রান করেছিলেন 'দ্য রানমেশিন' ৷