লন্ডন, 25 জুন: প্রয়াত ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতির অন্যতম উদ্ভাবক ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ৷ ইংরেজ পরিসংখ্যানবিদের বয়স হয়েছিল 84 বছর ৷ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 21 জুন প্রয়াত হয়েছেন ডাকওয়ার্থ । বুধবার বাংলাদেশকে হারিয়ে বিশ্ব-ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম উঠেছে আফগানিস্তানের ৷ বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচের ফয়সালাও হয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতেই ৷ তারপরেই সামনে এল ডিএলএস স্রষ্ঠার মৃত্যুর খবর ৷
ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ ও তাঁর সহকর্মী পরিসংখ্যানবিদ অ্যান্টনি জন লুইসের (টনি লুইস) প্রণীত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি, বৃষ্টি-প্রভাবিত ক্রিকেট ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ব্যবহৃত হয় । ডাকওয়ার্থ এবং লুইস দুজন’কেই 2010 সালের জুন মাসে এমবিই’তে (মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার) ভূষিত করা হয়েছিল । 2020 সালের 15 মার্চ প্রয়াত হন টনি লুইস ৷ এবার চলে গেলেন তাঁর সহকর্মীও ৷