কলকাতা, 15 ফেব্রুয়ারি: বসন্তের দুপুরে কলকাতায় কপিলদেব । গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছেন । ক্রিকেটের বাইরে নিয়মিত গলফ খেলেন কিংবদন্তি অলরাউন্ডার । ফলে গলফের আমন্ত্রণ পেলেই কলকাতায় আসেন । কিন্তু গলফের আসরে আসলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন হবে না, হয় না ।
যদিও ভারতের বিশ্বজয়ী অধিনায়ক প্রায় প্রতিটি প্রশ্নই সুকৌশলে এড়িয়ে গেলেন । হরিয়ানা হ্য়ারিকেন বলেন, “যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে না, তাঁরা এসে গলফ খেলুক । ক্রিকেটে অনেক বেশি মজা রয়েছে । গলফেও যথেষ্ট মজা রয়েছে ।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জশপ্রীত বুমরাকে চোটের কারণে পাবে না । বলা হচ্ছে, বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিং বিভাগ দুর্বল হবে ।
কপিল যদিও বুমরার না-থাকা নিয়ে ভাবিত নন ৷ তিনি বলেন, “সচিন নেই, ভিভিয়ান রিচার্ডস নেই, সুনীল গাভাসকর নেই, ধোনি নেই । সকলকেই ছাড়তে হয় । যারা নেই, তাঁদের নিয়ে চিন্তা করে লাভ নেই । মানছি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়েছেন । ক্রিকেট দলগত খেলা । টেনিস, ব্যাডমিন্টন, গলফের মত ব্যক্তিগত পারফরম্যান্স নির্ভর খেলা নয় । এখানে সকলে মিলে ভালো খেললে ভালো কিছু করা সম্ভব । সেটাই করতে হবে ৷”