করাচি, 19 ফেব্রুয়ারি: শতরান হাঁকিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মপ্রকাশ করলেন উইল ইয়ং ৷ তিন অঙ্কের রানে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিজ্ঞ টম ল্য়াথাম ৷ জোড়া ব্য়াটারের শতরানে চ্য়াম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্য়াচে তিনশোরও বেশি রানের স্কোর খাড়া করল নিউজিল্য়ান্ড ৷ শুরুটা ভালো করেও কিউয়িদের স্বল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ পাকিস্তান ৷ জয় দিয়ে ঘরের মাঠে আইসিসি ইভেন্টে অভিযান শুরু করতে মহম্মদ রিজওয়ান অ্যান্ড কোম্পানিকে করতে হবে 321 রান ৷
করাচিতে টস জিতে এদিন প্রথমে নিউজিল্য়ান্ডকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান ৷ যাদের কাছে দিনকয়েক আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে হারতে হয়েছে পাকিস্তানকে ৷ ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ওপেনার ডেভন কনওয়েকে (10) ফেরান মিস্ট্রি স্পিনার আব্রার আহমেদ ৷ পরের ওভারে প্রাক্তন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে এক রানে ফিরিয়ে 'ব্ল্য়াক ক্যাপস' শিবিরকে বড় ঝটকা দেন নাসিম শাহ ৷ লম্বা হয়নি ডারিল মিচেলের (10) ইনিংসও ৷ 73 রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া কিউয়ি ব্য়াটিং লাইন-আপকে টেনে তোলেন উইল ইয়ং-টম ল্য়াথাম জুটি ৷
পাল্টা প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরায় এই জুটি ৷ পাক বোলারদের শাসন করে 2025 চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম ব্য়াটার হিসেবে শতরানের নজির গড়েন ইয়ং ৷ 107 বলে ওডিআই কেরিয়ারের চতুর্থ শতরানটি পূর্ণ করেন তিনি ৷ ল্য়াথামের সঙ্গে চতুর্থ উইকেটের জুটিতে তিনি যোগ করেন 118 রান ৷ তবে শতরানের পর দীর্ঘায়িত হয়নি ইয়ংয়ের ইনিংস ৷ 113 বলে 107 রান করে আউট হন তিনি ৷ মারেন 12টি চার, একটি ছক্কা ৷
Will Young delivers on the big stage and brings up the first century of the #ChampionsTrophy 2025 🫡#PAKvNZ 📝: https://t.co/E5MS83LjB8 pic.twitter.com/uZzNqcaLvt
— ICC (@ICC) February 19, 2025
ইয়ং আউট হওয়ার পর আগ্রাসী হয়ে ওঠেন ল্য়াথাম ৷ ইয়ংয়ের পর দ্বিতীয় ব্য়াটার হিসেবে শতরান আসে বাঁ-হাতি ব্য়াটারের থেকেও ৷ 95 বলে ওডিআই ক্রিকেটের অষ্টম শতরানটি পূর্ণ করেন তিনি ৷ তাঁর সঙ্গেই ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস ৷ 39 বলে ঝোড়ো 61 রান হাঁকিয়ে দলের রান তিনশো পার করে আউট হন ফিলিপস ৷ পঞ্চম উইকেটে যোগ হয় 125 রান ৷ 104 বলে 118 রানে অপরাজিত থেকে যান ল্যাথাম ৷ মারেন 10টি চার ও তিনটি ছক্কা ৷
Tom Latham scores a brilliant century in the #ChampionsTrophy 2025 opener 💯#PAKvNZ 📝: https://t.co/E5MS83KLLA pic.twitter.com/MWZAGplCbt
— ICC (@ICC) February 19, 2025
50 ওভারে পাঁচ উইকেটে 320 রান তোলে পাকিস্তান ৷ যার মধ্যে শেষ 10 ওভারে আসে 113 রান ৷ দেদার রান খরচ করেন পাক পেসাররা ৷ দু'টি করে উইকেট নিলেও নাসিম শাহ ও হ্য়ারিস রউফ দেন যথাক্রমে 63 রান ও 83 রান ৷ 68 রান খরচ করেও কোনও উইকেট আসেনি শাহিন আফ্রিদির ঝুলিতে ৷