হায়দরাবাদ, 30 জুন:অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ দিয়ে শনিবারই টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা ৷ মুম্বইকরের সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছেন প্রাক্তন দলনায়ক বিরাট কোহলিও ৷ পরদিন অর্থাৎ, রবিবার আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করলেন রবীন্দ্র জাদেজাও ৷ সিনিয়রদের অবসর ঘোষণায় বিশ্বজয়ের উৎসবের মধ্যেও আশঙ্কার চোরাস্রোত ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ৷ তাহলে টি-20 ক্রিকেটে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে?
কিন্তু রোহিত-বিরাটদের অবসরে ভারতীয় দলের ব্যাটন ধরার লোকের কি সত্যিই অভাব, যাতে আশঙ্কিত হতে হয় ? সেসবেরই সুলুকসন্ধান করল ইটিভি ভারত ৷ আর সুলুকসন্ধানের পর আশঙ্কিত নয়, বরং আশান্বিত হওয়া চলে ৷ কারণ, হার্দিক পান্ডিয়া-ঋষভ পন্ত-জসপ্রীত বুমরার মতো একাধিক বড় নাম রয়েছে, যাঁরা আগামিদিনে ভারতীয় দলকে সঠিকপথে চালিত করবেন বলে আশা করা যায় ৷ একনজরে দেখে নেওয়া যাক, কারা হতে পারেন টি-20'তে ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক:
হার্দিক পান্ডিয়া: 2024 আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দলনায়ক হিসেবে জঘন্য পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছিল বরোদা অলরাউন্ডারকে নিয়ে ৷ বিশ্বকাপে তাঁকে রোহিতের ডেপুটি করা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল ৷ কিন্তু সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যাটে-বলে জবাব দিয়ে হার্দিক বুঝিয়ে দিয়েছেন রোহিতের ডেপুটির ভার ছিল যোগ্য ব্যক্তির হাতেই ৷ শুধু কী তাই? রোহিতের অনুপস্থিতিতে আগেও স্টপগ্যাপ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব সামলিয়েছেন পান্ডিয়া এবং সেটা সফলভাবেই ৷ 2022 তাঁর নেতৃত্বেই আয়ারল্যান্ডে কুড়ি-বিশের সিরিজ জিতেছিল ভারত ৷ তাছাড়া ওই বছরেই পুরনো ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি ৷ তাই বলাই যায়, রোহিত-পরবর্তী ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় রসদ পান্ডিয়ার মধ্যে রয়েছে ৷
জসপ্রীত বুমরা: টি-20 বিশ্বকাপে 15 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন ৷ সমালোচকেরাও বিশ্বাস করেন, বল হাতে ভারতীয় দল যাঁর প্রতি সবচেয়ে বিশ্বস্ত, তিনি হলেন বুমরা ৷ শনিবাসরীয় ফাইনালেও মিলেছে তাঁর প্রমাণ ৷ বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়া বুমরার তাই আগামীতে বিকল্প ভাবনা হতে পারেন দলের অধিনায়ক হিসেবেও ৷
ঋষভ পন্ত:জাতীয় দলকে নেতৃত্ব না-দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাকে সম্পদ করে পরবর্তী টি-20 অধিনায়ক হতে পারেন পন্ত ৷ সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির পর ফের এক উইকেটরক্ষক অধিনায়ক পাবে ভারত ৷ উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সপ্রতিভ পন্ত তাই হতেই পারেন রোহিতের যোগ্য উত্তরসূরি ৷