কলকাতা, 28 নভেম্বর: আইএসএলের তলানিতে থাকা ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরলেও প্রশ্ন থেকে গিয়েছিল দলের রক্ষণ নিয়ে ৷ মিনি ডার্বি’তে আধঘণ্টার মধ্যে দু’দুটো লাল কার্ড ৷ বাকি একঘণ্টা ন’জনে খেলেছে ইস্টবেঙ্গল । লাল-হলুদের দু’দুটো লাল কার্ড দেখার ব্যবধান মাত্র 36 সেকেন্ড । ওই ম্যাচে মহমেডান স্পোর্টিংকে রুখে দিয়েছে ইস্টবেঙ্গল ৷ ফলে রক্ষণ স্বস্তি দিয়েছে ৷ এবার আলাদিন আজারাইয়ের দলের বিরুদ্ধে লাল-হলুদ কী করে, তাই দেখার ৷
যদিও নর্থ-ইস্টের বিরুদ্ধে কার্ড সমস্যায় নন্দকুমার ও মহেশ নওরেম সিংকে পাওয়া যাবে না। সায়ন বন্দ্যোপাধ্যায় ও পিভি বিষ্ণুকে তৈরি করে রাখছেন বিকল্প হিসেবে । ফলে কঠিন ম্যাচে নামার আগে খানিকটা চাপে ইস্টবেঙ্গল ৷
অঙ্কের হিসেবে এখনও ভালো জায়গায় থেকে আইএসএল শেষ করতে পারে লাল-হলুদ । কোচ অস্কার ব্রুঁজো তাই যাবতীয় সমস্যা সরিয়ে জয়ের পথ যে কোনও মূল্যে খুঁজে পেতে চাইছেন । বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইল্যান্ডারদের হারিয়ে প্রথম জয় তুলে নেবে ইস্টবেঙ্গল ? নাকি ম্যাচ পকেটে পুরবে ডুরান্ড জিতে আসা নর্থ-ইস্ট ? কোথায় দেখা যাবে ইস্টবেঙ্গল-নর্থ ইস্ট ম্যাচ ? জেনে নিন...
|