পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জোড়া লাল কার্ড ! মিনি ডার্বিতে আধঘণ্টাতেই 9 জনে লাল-হলুদ - EBFC VS MBSC

লাল কার্ড দেখলেন নন্দকুমার, নাওরেম মহেশ ৷ মহমেডানের বিরুদ্ধে শুরুতেই চাপে ইস্টবেঙ্গল ৷ বাকি একঘণ্টা লাল-হলুদের ভরসা মাঠে থাকা 9 খেলোয়াড় ৷

East Bengal vs Mohammedan SC
মহমেডানের বিরুদ্ধে শুরুতেই চাপে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 8:15 PM IST

Updated : Nov 9, 2024, 8:26 PM IST

কলকাতা, 9 নভেম্বর:আক্রমণকে হাতিয়ার করেই মহমেডানের বিরুদ্ধে পয়েন্টের খোঁজ ছিল ইস্টবেঙ্গলে । যদিও ‘ব্ল্যাক প্যান্থার্সের’ বিরুদ্ধে শুরুতেই চাপে অস্কার ব্রুঁজোর দল ৷ 30 মিনিটের মধ্যেই লাল কার্ড দেখলেন নন্দকুমার, নাওরেম মহেশ ৷ বাকি একঘণ্টা লাল-হলুদের ভরসা মাঠে থাকা 9 খেলোয়াড় ৷ শুধু তাই নয়, আক্রমণভাগের দুই খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় তেকাঠির রাস্তা খোলা আরও কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে ৷

অমরজিৎ সিং কিয়ামকে মেরে মাঠ ছাড়েন নন্দকুমার ৷ অমরজিৎ ফাউল করার পর ফ্রি-কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি ৷ তারপর হাত চালান নন্দ ৷ নাওরেম ঠিক একমিনিট পর মাঠ থেকে বেরোলেন দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৷ মাথা গরম করে মহমেডান ডাগ-আউট লক্ষ্য করে বোতলে লাথি মারেন তিনি ৷ ফলে মিনি ডার্বিতে লড়াইটা এখন 9 জনের ইস্টবেঙ্গল বনাম 11 জনের লাল-হলুদ ৷

আইএসএলে শুরুটা প্রত্যাশিত হয়নি ৷ এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ে ফিরেছে দল ৷ এবার মহমেডান ম্যাচ থেকেই আইএসএলে ট্র্যাকে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল ৷ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজিয়েছেন হেডস্যর অস্কার ব্রুঁজো ৷ অন্যদিকে, লাল-হলুদকে হারিয়ে অভিষেক আইএসএলে’র ডার্বি স্মরণীয় করে রাখতে চান সাদা-কালোদের কোচ আন্দ্রে চের্নিশভ ৷ প্রথমার্ধে সেই লক্ষ্যে খানিক পিছিয়ে ইস্টবেঙ্গল ৷

এই ডার্বি দু'দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই । হাফডজন হারের পর ইস্টবেঙ্গল আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে ৷ মহমেডানও চাইছে টানা চার ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরতে । ফলত লেসলি ক্লডিয়াস সরণি এবং রেড রোডের ধারের দুই শতাব্দী প্রাচীন ক্লাবই অস্তিত্বরক্ষায় সচেষ্ট । সেখান প্রথমার্ধেই মাথা গরম করে দুই খেলোয়াড় ড্রেসিংরুমে ফেরায় চাপে অস্কার ব্রুঁজোর দল ৷

আরও পড়ুন

Last Updated : Nov 9, 2024, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details