কলকাতা, 9 নভেম্বর:আক্রমণকে হাতিয়ার করেই মহমেডানের বিরুদ্ধে পয়েন্টের খোঁজ ছিল ইস্টবেঙ্গলে । যদিও ‘ব্ল্যাক প্যান্থার্সের’ বিরুদ্ধে শুরুতেই চাপে অস্কার ব্রুঁজোর দল ৷ 30 মিনিটের মধ্যেই লাল কার্ড দেখলেন নন্দকুমার, নাওরেম মহেশ ৷ বাকি একঘণ্টা লাল-হলুদের ভরসা মাঠে থাকা 9 খেলোয়াড় ৷ শুধু তাই নয়, আক্রমণভাগের দুই খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় তেকাঠির রাস্তা খোলা আরও কঠিন হয়ে গেল ইস্টবেঙ্গলের কাছে ৷
অমরজিৎ সিং কিয়ামকে মেরে মাঠ ছাড়েন নন্দকুমার ৷ অমরজিৎ ফাউল করার পর ফ্রি-কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি ৷ তারপর হাত চালান নন্দ ৷ নাওরেম ঠিক একমিনিট পর মাঠ থেকে বেরোলেন দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৷ মাথা গরম করে মহমেডান ডাগ-আউট লক্ষ্য করে বোতলে লাথি মারেন তিনি ৷ ফলে মিনি ডার্বিতে লড়াইটা এখন 9 জনের ইস্টবেঙ্গল বনাম 11 জনের লাল-হলুদ ৷