কলকাতা, 9 নভেম্বর: আধঘণ্টার মধ্যে দু’দুটো লাল কার্ড ৷ বাকি একঘণ্টা ন’জনে খেলল ইস্টবেঙ্গল । লাল-হলুদের এদিন দু’দুটো লাল কার্ড দেখার ব্যবধান মাত্র 36 সেকেন্ড । যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির আবহে এই ছবি গত 50 বছরে নেই । আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের দ্বৈরথ শনিবারের সন্ধ্যায় তাই বিতর্কিত এবং স্মরণীয় ।
28 মিনিটে অমরজিৎ সিংকে ঘুষি মারেন নন্দকুমার । রেফারি হরিশ কুণ্ডু লাল কার্ড দেখান । পরের মিনিটেই সেন্টার সার্কেলে চতুর্থ রেফারির সামনে জলের বোতলে লাথি মারলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মহেশ । প্রাক্তনীরা বলছেন, একটি হলুদ কার্ড দেখে বসে থাকা খেলোয়াড়ের এহেন আচরণে তাঁকে অবিলম্বে কড়া শাস্তি কিংবা আর্থিক জরিমানা করা উচিৎ ৷ প্রথমার্ধে প্রতিপক্ষ 9 জনে খেলছে দেখেও মহমেডান স্পোর্টিং গোলের মুখ খুলতে পারেনি ।