থিম্পু, 29 অক্টোবর: চেনা প্রতিপক্ষ, অচেনা ইস্টবেঙ্গল ৷ টানা 8 ম্যাচ হার, পারো এফসি’র বিরুদ্ধে কষ্টার্জিত পয়েন্ট অর্জনের পর ফের স্বমহিমায় ইস্টবেঙ্গল ৷ এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত লাল-হলুদ ৷ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 4-0 গোলে জিতল কলকাতার প্রধান ৷ ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ৷ সেই ব্যবধান বাড়িয়েছেন শৌভিক চক্রবর্তী, নন্দকুমার ও আনোয়ার আলি ৷
গরু ও তাঁর প্রাক্তন ছাত্রদের লড়াই ৷ ইস্টবেঙ্গল-বসুন্ধরা ম্যাচের ট্যাগলাইন এটাই ৷ স্কোরবোর্ড বলছে, বাজিমাত করেছেন গুরু ৷ বসুন্ধরার নাড়িনক্ষত্র জানা নয়া লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ফুল ফোটাল লাল-হলুদ ৷
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসি'র বিরুদ্ধে পিছিয়ে থেকে ড্র করার মধ্যেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজছিল ইস্টবেঙ্গল। থিম্পুতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই হারানো আত্মবিশ্বাসটাই খুঁজে পেল দল । এই ম্যাচে তিন পয়েন্ট অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গলকে প্রতিযোগিতায় ভালো জায়গায় পৌঁছে দিল । সেইসঙ্গে জোরালো হল পরের পর্বে যাওয়ার হাতছানিও ।