পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রেসপো ফিট ! নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের একাদশে ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো - EAST BENGAL IN ISL

কার্ড সমস্যার জন্য শনিবার লালচুননুঙ্গা নেই । তাঁর জায়গায় প্রভাত লাকড়া খেলবেন । রক্ষণের বাকি কাঠামোয় কোনও বদল নেই ।

East Bengal to face Chennaiyin FC in ISL 2024 25
যেকোনও মূল্যে জয়ের শপথ অস্কার ব্রুঁজোর সাজঘরে (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 5, 2024, 6:32 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: নর্থইস্টের বিরুদ্ধে জয় পাওয়া একাদশে সম্ভবত ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো । শনিবার আইএসএলের 9 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । অ্যাওয়ে ম্যাচেও জয়ের স্বাদ বজায় রাখতে চান লাল-হলুদের হেডস্যর । তাই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা একাদশে পরিবর্তন চান না ।

কার্ড সমস্যার জন্য শনিবার লালচুননুঙ্গা নেই । তাঁর জায়গায় প্রভাত লাকড়া খেলবেন । রক্ষণের বাকি কাঠামোয় কোনও বদল নেই । এএফসি চ্যালেঞ্জ লিগ এবং আইএসএলের শেষ দু’টো ম্যাচ-সহ মোট পাঁচ ম্যাচে লাল-হলুদ রক্ষণ অটুট । শুধু রক্ষণ নয়, মাঝমাঠের সঙ্গে বোঝাপড়া বেড়েছে । প্রতিটি ফুটবলার বলের জন্য পুরো নব্বই মিনিট তাড়া করে বেড়াচ্ছেন । ফলে দলগত সংহতিতে রক্ষণ জমাট রাখার ভাবনা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও ।

আইএসএলের 9 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (ইটিভি ভারত)

কার্ড সমস্যা কাটিয়ে মহেশ নাওরেম সিং এবং নন্দকুমার ফিরলেও সম্ভবত শনিবার তাঁদের জায়গা ডাগ-আউটে । পিভি বিষ্ণু-প্রভাত লাকড়া এবং জিকসন সিং-মহম্মদ রাকিপ দু’প্রান্ত সামলানোর দায়িত্বে থাকতে চলেছেন । মাঝমাঠে সাউল ক্রেসপোর ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত । বল নিয়ে দলের দ্বিতীয় দফার সিচ্যুয়েশন প্র্যাকটিসে শৌভিক চক্রবর্তীর পাশে খেললেন স্প্যানিশ মিডফিল্ডার । তার আগে ফিজিওর সঙ্গে মাঠের ধারে ব্যস্ত ছিলেন বিভিন্ন কসরতে। ফিজিও অবশ্য জানিয়েছেন ক্রেসপোর কোনও অসুবিধা নেই, তিনি খেলবেন ।

নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের একাদশে ভরসা রাখছেন অস্কার ব্রুঁজো (ইটিভি ভারত)

সেটপিসে জোর এবং রক্ষণ সামলে দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে ভাঙার মহড়া দিয়ে রাখছেন অস্কার ব্রুঁজো । মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ড্র করে হারের অধোগতি আটকে ছিল ইস্টবেঙ্গল । নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে । কিন্তু পয়েন্ট টেবিলে তাদের অবস্থান বদল হয়নি । পরিবর্তনের ডাক তাই চেন্নাইয়িন ম্যাচে । ওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে যেকোনও মূল্যে জয়ের শপথ অস্কার ব্রুঁজোর সাজঘরে ।

আরও পড়ুন

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details