ETV Bharat / bharat

কুড়েঘরে আগুন লেগে পুড়ে মৃত্যু 2 শিশুর - KASGANJ SORON FIRE ACCIDENT

স্থানীয়দের দাবি, কুড়ে ঘরটিতে আচমকাই আগুন লেগে যায় ৷ মেয়েদের চিৎকার শুনে তারা ছুটে আসেন ৷ কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ৷

KASGANJ SORON FIRE ACCIDENT
কুড়েঘরে আগুন লেগে পুড়ে মৃত্যু 2 শিশুর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কাসগঞ্জ, 10 জানুয়ারি: দাউদাউ করে জ্বলছে কুড়ে ঘর ৷ ঘরের ভিতর থেকে আর্তনাদ দুই শিশুর ৷ প্রতিবেশীরা এসে পৌঁছনোর আগেই সব শেষ ৷ আগুনের লেলিহান শিখায় দগ্ধ দুই শিশু ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জের সোরন কোতওয়ালি এলাকায় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সোরন কোতওয়ালি এলাকার নাগারিয়া গ্রামে কুড়েঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন মোহর সিং ৷ চাষবাস করে জীবন চলে তাঁদের ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চাষের কাজে মাঠে ছিলেন তিনি ৷ বাড়ির বাইরে ছিলেন তাঁর স্ত্রীও ৷ ঘরে ছিল দম্পতির 5 বছরের মেয়ে নন্দিনী ও 2 বছরের মেয়ে রাধিকা ৷ সেই সময়, আচমকাই কুড়েঘরে আগুন লেগে যায় ৷ ভয়ে চিৎকার করতে শুরু করে দুই বোন ৷

তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ কিন্তু নিমেষের মধ্যে ভয়াবহ রূপ নেয় কুড়ে ঘরের আগুন ৷ গ্রামবাসীরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ ৷ স্থানীয়দের মতে, লেলিহান শিখায় পুড়ে মারা যায় ঘরের পাশে বেঁধে রাখা একটি মহিষও ৷ গ্রামবাসীরা পুলিশে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় তারা ৷

পুলিশ এসে দেহ দু'টিকে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার অঙ্কিতা শর্মা ও অন্যান্য আধিকারিকরা ৷ ঘটনা প্রসঙ্গে এসপি বলেন, "আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তদন্ত করা হচ্ছে ৷ আগুন এতটাই ভয়ঙ্কর ছিল, গ্রামবাসীরা অনেক চেষ্টার পরও মেয়েদুটিকে বাঁচাতে পারেনি ৷"

পড়ুন: কুয়াশায় ঢাকল দিল্লি ! অপরিষ্কার আকাশপথ; সময় বদলাল শতাধিক বিমানের

কাসগঞ্জ, 10 জানুয়ারি: দাউদাউ করে জ্বলছে কুড়ে ঘর ৷ ঘরের ভিতর থেকে আর্তনাদ দুই শিশুর ৷ প্রতিবেশীরা এসে পৌঁছনোর আগেই সব শেষ ৷ আগুনের লেলিহান শিখায় দগ্ধ দুই শিশু ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জের সোরন কোতওয়ালি এলাকায় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, সোরন কোতওয়ালি এলাকার নাগারিয়া গ্রামে কুড়েঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন মোহর সিং ৷ চাষবাস করে জীবন চলে তাঁদের ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চাষের কাজে মাঠে ছিলেন তিনি ৷ বাড়ির বাইরে ছিলেন তাঁর স্ত্রীও ৷ ঘরে ছিল দম্পতির 5 বছরের মেয়ে নন্দিনী ও 2 বছরের মেয়ে রাধিকা ৷ সেই সময়, আচমকাই কুড়েঘরে আগুন লেগে যায় ৷ ভয়ে চিৎকার করতে শুরু করে দুই বোন ৷

তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ কিন্তু নিমেষের মধ্যে ভয়াবহ রূপ নেয় কুড়ে ঘরের আগুন ৷ গ্রামবাসীরা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব শেষ ৷ স্থানীয়দের মতে, লেলিহান শিখায় পুড়ে মারা যায় ঘরের পাশে বেঁধে রাখা একটি মহিষও ৷ গ্রামবাসীরা পুলিশে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় তারা ৷

পুলিশ এসে দেহ দু'টিকে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার অঙ্কিতা শর্মা ও অন্যান্য আধিকারিকরা ৷ ঘটনা প্রসঙ্গে এসপি বলেন, "আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তদন্ত করা হচ্ছে ৷ আগুন এতটাই ভয়ঙ্কর ছিল, গ্রামবাসীরা অনেক চেষ্টার পরও মেয়েদুটিকে বাঁচাতে পারেনি ৷"

পড়ুন: কুয়াশায় ঢাকল দিল্লি ! অপরিষ্কার আকাশপথ; সময় বদলাল শতাধিক বিমানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.