কলকাতা, 11 সেপ্টেম্বর: হাতে মাত্র আর তিনদিন । আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা 14 সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে । ইতিমধ্যে মঙ্গলবার থেকে শেষ ধাপের অনুশীলন শুরু হয়েছে । দলের সব বিদেশি ফুটবলাররা মঙ্গলবার থেকেই অনুশীলনে জোরকদমে নেমে পড়েছেন ।
মাদিহ তালালকে ঘিরে আশঙ্কা ছিল । চোটের জন্য নিয়মিত অনুশীলন করতে পারছিলেন না । তারমধ্যেই পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গিয়েছিলেন । তিনিও ফিরে পুরো সময় প্র্যাকটিস করছেন । দিমিত্রিয়স দিয়ামান্তোকোস, সাউল ক্রেসপোও চোট সমস্যা কাটিয়ে অনুশীলনে । অধিনায়ক ক্লেইটন সিলভাও ফিট ৷ একমাত্র প্রভাত লাকড়া এবং মহম্মদ রাওকিপ চোট থেকে সুস্থ হওয়ার পথে । চোটের জন্য দীর্ঘদিন ধরে নেই নিশুকুমার । আনোয়ার আলিকে নিয়ে টানাপোড়েন । ফলে সাইড ব্যাকের অভাবের সমস্যা ছাড়া ইস্টবেঙ্গল দল এখন অনেকটাই তৈরি ।
ফিটনেসের দিক থেকেও ভালো জায়গায় । কোচ কার্লেস কুয়াদ্রাত ইতিমধ্যেই বলেছেন, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে এবং নিতে তৈরি । অধিনায়ক ক্লেইটন সিলভা পাখির চোখ করছেন সুপার সিক্সকে । এইমধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবে এসে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দেখা করলেন ডগলাস সিলভা । গত কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছেন । ফের কোচিং করাবেন । একটি ফুটবল অ্যাকাডেমির কোচের পদে বহাল হয়েছেন । স্বদেশীয় ক্লেইটনের সঙ্গে কথা বলে ডগলাস খুশি ।