পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নর্থ-ইস্ট ম্যাচেই প্রত্যাবর্তন ? নয়া ইস্টবেঙ্গলকে মেলে ধরার আশ্বাস অস্কারের - EAST BENGAL

পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লাল-হলুদ । ন’জনে মহমেডানকে আটকে এবার নর্থ-ইস্ট ম্যাচেই প্রত্যাবর্তনে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল ৷

East Bengal Set Sight to Beat North East United
বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে মেলে ধরার আশ্বাস অস্কার ব্রুজোর (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Nov 28, 2024, 7:08 PM IST

কলকাতা, 28 নভেম্বর: বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে মেলে ধরার আশ্বাস অস্কার ব্রুজোর । শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা নর্থ-ইস্ট ইউনাইটেড । চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল যেমন ডুরান্ড কাপ চ্যাম্পিয়নরা করেছেন, একইভাবে তারা গোল হজমও করেছেন । মরোক্কান স্ট্রাইকার আলাদিন এখন প্রতিপক্ষের দুঃস্বপ্ন । শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করা নর্থ-ইস্ট ইউনাইটেডের চ্যালেঞ্জটা সহজ হবে না বুঝতে পেরে সমীহ লাল-হলুদে । পরাজয়ের স্রোতে রাশ টেনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোর ছেলেরা।

গোল করলেও তার সুবিধা ধরে রাখতে না-পারার রোগ ইস্টবেঙ্গলকে আইএসএলের ছ’ম্যাচে শূন্য হাতে ফিরিয়েছিল । সাত নম্বর ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে রক্ষণের অসাধারণ পারফরম্যান্সে পয়েন্ট না-পাওয়ার সেই ছন্দে বাধ দেওয়া গিয়েছে । ব্রুঁজো বলছেন, আক্রমণ এবং রক্ষণের তালমিলে জয়ের রেসিপি তৈরি করতে চান ।

নর্থ-ইস্ট ম্যাচেই প্রত্যাবর্তনে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

“আমি এখানে শুধু ডিফেন্স নিয়ে কাজ করতে আসিনি । ক্লিনশিট রাখতে আসিনি । অন্য দলের থেকে ভালো করতে এসেছি ৷“ বলছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ । কার্ড সমস্যায় নন্দকুমার এবং মহেশ নাওরেম সিংকে পাওয়া যাচ্ছে না । চোট সারিয়ে সুস্থ হেক্টর ইউস্তে । অস্কার বলছেন, “ওদের অভাব মানতেই হবে । আমাদের দলের ওরা অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় । আমি বলেই দিচ্ছি বিষ্ণু প্রথম একাদশে থাকবে । ও ভালো ছন্দে থাকবে । আশা করছি ম্যাচের পর আপনারা বিষ্ণুকে নিয়েই জিজ্ঞাসা করবেন ।”

প্রথম একাদশ নিয়ে আর ভাঙতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ । প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের জবাব যে প্রতি আক্রমণেই দিতে চান, তা বোঝা যাচ্ছে । প্রতিপক্ষকে সমীহ করলেও পাল্টা দেওয়ার ছকে বাজিমাতের রাস্তায় ইস্টবেঙ্গল । লাল-হলুদের চাণক্য জানালেন, “নর্থ-ইস্টের আক্রমণভাগ খুব শক্তিশালী । প্রথম তিনটে যে দল বেশি যারা বেশি গোল করেছে সেই তালিকায় ওরা রয়েছে । একইভাবে বেশি গোল খাওয়া দলগুলোর মধ্যেও নর্থইস্ট রয়েছে । সুতরাং এটাই ধারণা করা যায়, ওরা বিপক্ষের গোল নিয়ে মাথা ঘামায় না, বরং বিপক্ষের থেকে বেশি গোল করতেই উৎসাহী । আমার ধারণা, শুক্রবারও ওরা একই পন্থা অবলম্বন করবে । আমরা এতদিন এই বিরতিতে ডিফেন্স, সেটপিস নিয়ে কাজ করেছি । তবে আমার বেশি চিন্তা ছিল কনভার্ট করার উন্নতি করা । আশা রাখছি ইস্টবেঙ্গলের নতুন রূপ দেখব ৷”

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details