পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলের সঙ্গে যোগ দিলেন পান্তিচ, আসছেন ক্রেসপো; জামশেদপুর ম্যাচের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল - ISL 2024

Aleksandar Pantic joins EB: সুপার সিক্সে যাওয়ার তাগিদে ইস্টবেঙ্গল-জামশেদপুর দু’দলই মরিয়া ৷ আর আগে লাল-হলুদের জন্য ভালো খবর দলের বিদেশি পান্তিচের যোগ দেওয়া ৷ সোমবার জামশেদপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই সার্বিয়ান ফুটবার ৷

Aleksandar Pantic joins EB
দলের সঙ্গে যোগ দিলেন পান্তিচ

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:18 AM IST

Updated : Feb 20, 2024, 7:32 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: দলের সঙ্গে যোগ দিলেন লাল-হলুদের নতুন বিদেশি আলেকজান্ডার পান্তিচ। শেষ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। দুই হারের পরে ফের জয়। একটি জয়ই বদলে দিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। ফলে হায়দরাবাদ ম্যাচের সাফল্য এখন অতীত। ইস্টবেঙ্গলের পাখির চোখ এখন জামশেদপুর ম্যাচ। গত ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সে যাওয়ার দৌড়ে চলে এসেছে ইস্টবেঙ্গল। আগামী ২২ ফেব্রুয়ারি জামশেদপুরের ঘরের মাঠে খেলা ইস্টবেঙ্গলের। তিন দিন আগেই জামশেদপুর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। সোমবারই হায়দরাবাদ থেকে জামশেদপুরে পৌঁছেছে ইস্টবেঙ্গল। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন বিদেশী ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্তিচ। ফলে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন মঙ্গলবার থেকেই।

ম্যাচের আগে দু’দিন সময় পাবেন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। কার্লেস কুয়াদ্রাতের সিস্টেম বুঝতেও পারবেন। তাঁকে কোচ কোন ভূমিকায় চাইছেন। হোসে পার্দোর পরিবর্তে তাঁকে নেওয়া হয়েছে। পার্দো, ডিফেন্স ও মিডফিল্ড দু’জায়গাতেই সাবলীল ছিলেন। কোচ পার্দোকে দলের পরিস্থিতি অনুযায়ী কখনও রক্ষণে, কখনও মাঝমাঠে ব্যবহার করেছেন। পার্দোও নিজের সেরাটাও দিয়েছেন। সেই একই কাজটা করতে হবে পান্তিচকে। তবে এখনই বোঝা যাচ্ছে না, পান্তিচকে কীভাবে ব্যবহার করবেন কার্লেস কুয়াদ্রাত।

তবে এটুকু বলাই যায়, কোচ জামশেদপুর ম্যাচের 18 জনের দলে রাখবেন পান্তিচকে। কারণ, সাম্প্রতিক অতীতে জর্ডন এলসে ও ফেলিসিও ব্রাউনকে দলে যোগ দেওয়ার 28 ঘন্টার মধ্যে মাঠে নামিয়ে দিয়েছিলেন লাল-হলুদের প্রফেসর। তবে তার আগে অবশ্যই কোচ দেখে নেবেন, খেলার মতো পরিস্থিতিতে আছেন কি না তিনি ! পান্তিচ চলে আসায় কোচের হাতে বিকল্প বাড়ল। আরেক মিডফিল্ডার সল ক্রেসপোও মঙ্গলবার কলকাতায় আসছেন। তিনি জামশেদপুর যাচ্ছেন কি না, তা নিশ্চিত নয়। হয়তো দলের সঙ্গে যোগ দেবেন চেন্নাইয়িন ম্যাচের আগে।

জামশেদপুর ম্যাচে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন নাওরেম মহেশ সিং, লালচুংনুঙ্গা। পূর্ণশক্তির দল নিয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামতে পারবে ইস্টবেঙ্গল। 14 ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট 15। জামশেদপুরকে হারালে হবে 18। ইস্টবেঙ্গল ম্যাচের আগের দিন খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের। প্রতিপক্ষ গোয়া এফসি। নর্থ ইস্ট হারলে আর ইস্টবেঙ্গল জিতলে 15 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চলে আসবে। এই অংক অবশ্যই মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কোচের।

কিন্তু তিনি দলকে জেতার জন্য প্রস্তুত করতে চাইছেন। নীল নকশা সাজাচ্ছেন সেভাবেই। খালিদ জামিল কোচ হওয়ার পর ছন্দে ফিরেছে জামশেদপুর দলের। সুপার কাপে এই জামশেদপুরের বিজয়রথ থামিয়ে দিয়েই ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। ট্যাকটিক্যালি জামিলকে পরাস্ত করেছেন কুয়াদ্রাত। এবার তাঁদের ঘরের মাঠে যাচ্ছে ইস্টবেঙ্গল। জামিল মাথায় ঘুরে বেড়াচ্ছে বদলা। জামশেদপুর জিতলে তাঁদের পয়েন্ট হবে 20। তাঁরা ষষ্ঠস্থান ধরে রেখে অবস্থান আরও মজবুত করতে চায়। ফলেই বোঝা যাচ্ছে সুপার সিক্সে যাওয়ার তাগিদে ইস্টবেঙ্গল-জামশেদপুর দু’দলই মরিয়া ৷

আরও পড়ুন:

Last Updated : Feb 20, 2024, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details