কলকাতা, 4 মার্চ: ডার্বির জন্য কলকাতার মতো জমজমাট পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয় । ষাট হাজার দর্শকের উপস্থিতিতে পরিবেশটাই অন্যমাত্রার । তবে আইএসএল কর্তৃপক্ষ ঠিক করবে ডার্বি কোথায় হবে । যেখানেই হোক, ডার্বি খেলতে ইস্টবেঙ্গল প্রস্তুত । এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে যাওয়ার আগে ডার্বির স্থানান্তরের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ।
প্রথম ছয়ের আশা টিকিয়ে রাখতে বুধবার গোয়ার মাটিতে তাদের হারাতে হবে । তাই ডার্বি স্থানান্তর নিয়ে মন্তব্য করলেও কার্লেস কুয়াদ্রাত এবং লাল-হলুদ ব্রিগেডের পাখির চোখ এফসি গোয়া ম্যাচ । প্রথম পর্বে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে 1-2 ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল । এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সুপার সিক্সে প্রবেশ করার আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ । কুয়াদ্রাত বলছেন, সামনের পাঁচটি ম্যাচ তাদের কাছে ফাইনালের সমান । সেখানেই লুকিয়ে সুপার সিক্সের টিকিট । প্রতি ম্যাচে পয়েন্ট টেবিলে বদল হচ্ছে । তাই সেই সুযোগ কাজে লাগাতে হবে । এককথায় দলের জন্য মরণ-বাঁচন পরিস্থিতি ।