কলকাতা, 24 মার্চ: রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ফিরতি ডার্বিতে জয়ী ইস্টবেঙ্গল। হোক না ছোটদের ডার্বি, রবিবাসরীয় দুপুরে ডার্বি জয় সবসময়ই স্পেশাল। ফলত একদিন আগেই হোলিতে মাতলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সায়ন বন্দোপাধ্যায়ের প্রথম গোলের ম্যাচের সংযুক্তি সময়ে গোল করেন শ্যামল বেসরা। মোহনবাগানকে হারিয়ে আত্মবিশবাস বাড়িয়ে নিল লাল-হলুদ।
গত সপ্তাহে মোহনবাগানের কাছে লজ্জার হারের পর ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। মহামেডান স্পোর্টিংয়ের ছোটদেরকে হারিয়ে মূলপর্বে যাওয়া নিশ্চিত করেছিল। আর এরপরেই ফিরতি ডার্বিতে জয় যেন ঘুরে দাঁড়ানোরই নামান্তর। সুপার ফোরের ম্যাচে এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে সুহেল ভাটদের বিরুদ্ধে দাপট দেখালেন সায়ন বন্দোপাধ্যায়রা। এদিন বিনোর ছেলেদের খেলা দেখে মনে হয়নি কয়েকদিন আগের ডার্বিতে পাঁচ গোল হজম করেছিল এবং তা নিয়ে চাপে রয়েছে তারা। উলটে আক্রমণের চাপ বেশি ছিল ইস্টবেঙ্গলের।
পুরো 90 মিনিট নিয়ন্ত্রণ করল লাল-হলুদই। আক্রমণের চাপের ফসল হিসেবে থেকে গোলও প্রথমার্ধেই গোল পায় ইস্টবেঙ্গল। কিন্তু রেফারি সেই গোল নাকচ করেন। পরে যদিও ছবিতে দেখা যায়, বলটা ক্রসবারে লেগে গোলের মধ্যেই পড়েছিল। এরপরেই শুরু হয় বিতর্ক এবং সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় রেফারিকে নিয়ে সমালোচনা। গ্যালারিতে চলতে থাকে রেফারিকে উদ্দেশ্য করে গালিগালাজ। আগের ডার্বিতে দলে ছিলেন না। রবিবার প্রথম থেকে শুরু করেই দলের আক্রমণে নেতৃত্ব দিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়।