কলকাতা, 6 সেপ্টেম্বর:আরজি কর কাণ্ডের প্রতিবাদে টিফো, ব্যানার এবং স্লোগান কলকাতা লিগের গ্যালারিতে এখন নিত্য ছবি। 9 সেপ্টেম্বর ফের প্রতিবাদে রাস্তায় নামবেন তিন প্রধানের সমর্থকরা ৷ তার আগে শুক্রবার কলকাতা পুলিশের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিশেষ ব্য়ানার ৷ যাতে লেখা, 'তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক। উই ওয়ান্ট জাস্টিস।' প্রতিবাদের আবহেই ঘরের মাঠে এদিন কলকাতা পুলিশকে 3-0 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছল লাল-হলুদ ৷
দু'টি গ্রুপের মধ্যেও সর্বাধিক 34 পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে পা রাখছে ইস্টবেঙ্গল ৷ যা তাদের লিগ জয়ের পথে সহায় হতে পারে ৷ ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল সুনীল বাথালা, তন্ময় দাস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের। ম্যাচের সেরা সায়ন। সুপার সিক্স আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বিনো জর্জের দলের মোটিভেশন নিয়ে চিন্তিত ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু এদিনও তেল খাওয়া মেশিনের মত খেলল বিনোর ছেলেরা। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও গ্রাফ তাঁদের উঁচুতেই।