কলকাতা, 12 সেপ্টেম্বর: আক্রমণই আত্মরক্ষার সেরা পথ। ফুটবলে এই দর্শনে বিশ্বাস করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। আর কলকাতা লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে এই মন্ত্রেই 4-1 গোলে সহজ জয় তুলে নিল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়ে এদিন বাজিমাত করে গেল লাল-হলুদ ৷ গ্রুপ পর্বে কাস্টমসের কড়া চেকিংয়েই আটকে যেতে হয়েছিল বিনো জর্জের ছেলেদের ৷ পিভি বিষ্ণুর জোড়া গোলের পাশে স্কোরশিটে নাম তুলে উজ্জ্বল শ্যামল বেসরা, আদিল আমল ৷ সবমিলিয়ে চলতি লিগের খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া।
এদিন ম্য়াচের 25 মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়ে গিয়েছিল কাস্টমস। চলতি লিগে বড় দলের বিরুদ্ধে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা কাঁটা ছড়িয়ে দিয়েছেন বারেবারে। লক্ষ্মীবারেও ইস্টবেঙ্গল মাঠে তেমনই আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু বিনো জর্জের ছেলেরা ধারাবাহিকভাবে চলতি লিগে অসাধারণ ফুটবল উপহার দিয়ে চলেছেন। যেখানে পিছিয়ে পড়লেও পিছিয়ে যাওয়ার লক্ষণ নেই। এদিনও প্রত্যাঘাতেই প্রতিপক্ষকে চূর্ণ করলেন তারা ৷