ETV Bharat / state

সুশান্ত ঘোষের উপর হামলায় আগ্নেয়াস্ত্রের খোঁজ, কসবার জলাশয়ে নামল ডুবুরি - ATTACK ON SUSHANTA GHOSH

108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর হামলার ঘটনায় পলাতক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ফেলেছিল কসবার এক জলাশয়ে ৷ এবার সেই আগ্নেয়াস্ত্রের খোঁজ শুরু করল লালবাজার ৷

ATTACK ON SUSHANTA GHOSH
সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্রের খোঁজ লালবাজারের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 4:11 PM IST

Updated : Nov 17, 2024, 4:17 PM IST

কলকাতা, 17 নভেম্বর: সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় দ্বিতীয় আগ্নেয়াস্ত্রের খোঁজ শুরু করল লালবাজার ৷ তার জন্য কসবা এলাকার একটি জলাশয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিদের নামানো হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় পলাতক আরেক দুষ্কৃতী সেখানকার একটি জলাশয়ে আগ্নেয়াস্ত্র ফেলে দিয়েছিল ৷ এবার সেটির খোঁজ শুরু করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷

শুক্রবার রাতে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার সময় যুবরাজ সিং নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তাঁর কাছ থেকে একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ৷ মূলত, সেই আগ্নেয়াস্ত্রটি সুশান্ত ঘোষের দিকে তাক করেছিলেন বিহার থেকে আসা ওই সুপারি কিলার ৷ পরবর্তী সময়ে এক ট্যাক্সিচালক এবং হামলায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে লালবাজারের গুন্ড দমন শাখা ৷

কিন্তু, যে স্কুটিতে দুই হামলাকারী এসেছিলেন, তাঁদের একজন পালাতে সফল হয় ৷ পালানোর সময় ঘটনাস্থলের পাশেই একটি জলাশয়ে তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি ফেলে দেয় ওই দুষ্কৃতী ৷ দ্বিতীয় সেই আগ্নেয়াস্ত্রের খোঁজে এবার বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিদের নামানো হল জলাশয়ে ৷ এর পাশাপাশি, সুশান্ত ঘোষ যে আবাসনে থাকেন, তার পাশের জঙ্গল ও একটি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় ৷

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ তাঁর বাড়ির সামনে বসেছিলেন ৷ সেই সময় স্কুটিতে করে দুই যুবক সেখানে আসেন ৷ পিছনে বসে থাকা যুবক স্কুটি থেকে নেমে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এবং আগ্নেয়াস্ত্র তাক করেন ৷ তবে, চালানোর সময় বন্দুকটি লক হয়ে যায় ৷ ততক্ষণে সুশান্ত ঘোষ এবং তাঁর সঙ্গীরা সতর্ক হয়ে যাওয়ায়, সেখান থেকে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী ৷ সেই সময় গুলি চালাতে আসা সুপারি কিলারকে ধরে ফেলে লোকজন ৷ আর স্কুটিতে বসে থাকা দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় ৷ পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে ৷

কলকাতা, 17 নভেম্বর: সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় দ্বিতীয় আগ্নেয়াস্ত্রের খোঁজ শুরু করল লালবাজার ৷ তার জন্য কসবা এলাকার একটি জলাশয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিদের নামানো হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় পলাতক আরেক দুষ্কৃতী সেখানকার একটি জলাশয়ে আগ্নেয়াস্ত্র ফেলে দিয়েছিল ৷ এবার সেটির খোঁজ শুরু করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷

শুক্রবার রাতে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার সময় যুবরাজ সিং নামে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তাঁর কাছ থেকে একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ৷ মূলত, সেই আগ্নেয়াস্ত্রটি সুশান্ত ঘোষের দিকে তাক করেছিলেন বিহার থেকে আসা ওই সুপারি কিলার ৷ পরবর্তী সময়ে এক ট্যাক্সিচালক এবং হামলায় মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে লালবাজারের গুন্ড দমন শাখা ৷

কিন্তু, যে স্কুটিতে দুই হামলাকারী এসেছিলেন, তাঁদের একজন পালাতে সফল হয় ৷ পালানোর সময় ঘটনাস্থলের পাশেই একটি জলাশয়ে তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি ফেলে দেয় ওই দুষ্কৃতী ৷ দ্বিতীয় সেই আগ্নেয়াস্ত্রের খোঁজে এবার বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিদের নামানো হল জলাশয়ে ৷ এর পাশাপাশি, সুশান্ত ঘোষ যে আবাসনে থাকেন, তার পাশের জঙ্গল ও একটি পরিত্যক্ত বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় ৷

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ তাঁর বাড়ির সামনে বসেছিলেন ৷ সেই সময় স্কুটিতে করে দুই যুবক সেখানে আসেন ৷ পিছনে বসে থাকা যুবক স্কুটি থেকে নেমে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এবং আগ্নেয়াস্ত্র তাক করেন ৷ তবে, চালানোর সময় বন্দুকটি লক হয়ে যায় ৷ ততক্ষণে সুশান্ত ঘোষ এবং তাঁর সঙ্গীরা সতর্ক হয়ে যাওয়ায়, সেখান থেকে পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী ৷ সেই সময় গুলি চালাতে আসা সুপারি কিলারকে ধরে ফেলে লোকজন ৷ আর স্কুটিতে বসে থাকা দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায় ৷ পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে ৷

Last Updated : Nov 17, 2024, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.