ETV Bharat / sports

আবেগপ্রবণ কোহলিকে থামাতে 'গোলাবারুদ' মজুতের পরামর্শ ম্যাকগ্রার - BORDER GAVASKAR TROPHY

কোন অস্ত্রে কোহলির ডানা ছাঁটবেন অজি বোলাররা ৷ উপায় বাতলে দিলেন গ্লেন ম্য়াকগ্রা ৷ স্টার্কদের উদ্দেশে কী বললেন কিংবদন্তি?

VIRAT KOHLI AND GLENN MCGRATH
2015 সিডনি টেস্টের একটি মুহূর্ত (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 17, 2024, 3:17 PM IST

Updated : Nov 17, 2024, 3:22 PM IST

পারথ, 17 নভেম্বর: ঘরের মাঠে সদ্য বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ডাহা ফেল বিরাট কোহলি ৷ পাঁচটি টেস্টে মাত্র একটি অর্ধশতরান এসেছে তাঁর ঝুলিতে ৷ সবমিলিয়ে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের তারকা ব্যাটার চাপের প্রেসার কুকারে থাকবেন বলে মত গ্লেন ম্যাকগ্রার ৷ আর এমন সময় ভারতের তারকা ব্যাটারের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বোলারদের অলআউট যাওয়ার নির্দেশ দিলেন প্রাক্তন অজি পেসার ৷

2020 থেকে লাল বলের ক্রিকেটে কোহলির খারাপ ফর্ম চলছেই ৷ এই সময়কালে 34টি টেস্ট ম্যাচে 31.68 গড়ে মাত্র 1838 রান এসেছে ভারতীয় ব্যাটারের থেকে ৷ যার মধ্যে শতরান মাত্র দু'টি ৷ ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ম্যাকগ্রা বলেন, "আমার মনে হয় ও (বিরাট কোহলি) বেশ চাপে থাকবে ৷ আর শুরুতে যদি দু-একটা কম রানের স্কোর আসে ওর থেকে তাহলে সমস্যা আরও বাড়বে ৷ আমার মতে কোহলি খুব আবেগপ্রবণ ৷ ও যখন ফর্মে থাকবে ব্যাট চলবে ৷ কিন্তু ফর্মে না-থাকলে খুব সমস্যার সম্মুখীন হয় ৷"

একইসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের হারকে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের কাজে লাগানোর পরামর্শ দিলেন 563টি টেস্ট উইকেটের মালিক ৷ মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের অস্ত্র মজুত রাখার কথা জানালেন তিনি ৷ ম্যাকগ্রার কথায়, "ঝুলিতে গোলাবারুদ ভরে রাখ ৷ নিউজিল্যান্ডের কাছে 3-0 হারের পর নিঃসন্দেহে কিছুটা পিছিয়ে থাকবে ওরা ৷ তাই শুরুতেই এমন চাপ সৃষ্টি কর যাতে আর উঠতে না-পারে ৷"

একইভাবে কোহলির বিরুদ্ধেও অজি বোলার রণকৌশল শিখিয়ে দিয়েছেন ম্যাকগ্রা ৷ তিনি বলেন, "ওরা যদি কোহলির উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপায় কিংবা মাঠে কিছু তর্কাতর্কি হয়, আর কোহলি যদি সে সময় আবেগপ্রবণ থাকে তাহলে হয়তো কোহলি হয়তো আর ঘুরে দাঁড়াতেই পারবে না ৷"

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে কোহলির রেকর্ড ব্য়াপক ঈর্ষণীয় ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারে 25টি ম্য়াচ খেলেছেন 'দ্য রানমেশিন' ৷ 52.41 গড়ে 2042 রান করেছেন তিনি ৷ ঝুলিতে আটটি সেঞ্চুরি ৷ এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক ছ'টি শতরান করা ভারতীয় ব্যাটার তিনিই ৷ আগামী 22 নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷

পারথ, 17 নভেম্বর: ঘরের মাঠে সদ্য বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ডাহা ফেল বিরাট কোহলি ৷ পাঁচটি টেস্টে মাত্র একটি অর্ধশতরান এসেছে তাঁর ঝুলিতে ৷ সবমিলিয়ে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের তারকা ব্যাটার চাপের প্রেসার কুকারে থাকবেন বলে মত গ্লেন ম্যাকগ্রার ৷ আর এমন সময় ভারতের তারকা ব্যাটারের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বোলারদের অলআউট যাওয়ার নির্দেশ দিলেন প্রাক্তন অজি পেসার ৷

2020 থেকে লাল বলের ক্রিকেটে কোহলির খারাপ ফর্ম চলছেই ৷ এই সময়কালে 34টি টেস্ট ম্যাচে 31.68 গড়ে মাত্র 1838 রান এসেছে ভারতীয় ব্যাটারের থেকে ৷ যার মধ্যে শতরান মাত্র দু'টি ৷ ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ম্যাকগ্রা বলেন, "আমার মনে হয় ও (বিরাট কোহলি) বেশ চাপে থাকবে ৷ আর শুরুতে যদি দু-একটা কম রানের স্কোর আসে ওর থেকে তাহলে সমস্যা আরও বাড়বে ৷ আমার মতে কোহলি খুব আবেগপ্রবণ ৷ ও যখন ফর্মে থাকবে ব্যাট চলবে ৷ কিন্তু ফর্মে না-থাকলে খুব সমস্যার সম্মুখীন হয় ৷"

একইসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের হারকে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের কাজে লাগানোর পরামর্শ দিলেন 563টি টেস্ট উইকেটের মালিক ৷ মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের অস্ত্র মজুত রাখার কথা জানালেন তিনি ৷ ম্যাকগ্রার কথায়, "ঝুলিতে গোলাবারুদ ভরে রাখ ৷ নিউজিল্যান্ডের কাছে 3-0 হারের পর নিঃসন্দেহে কিছুটা পিছিয়ে থাকবে ওরা ৷ তাই শুরুতেই এমন চাপ সৃষ্টি কর যাতে আর উঠতে না-পারে ৷"

একইভাবে কোহলির বিরুদ্ধেও অজি বোলার রণকৌশল শিখিয়ে দিয়েছেন ম্যাকগ্রা ৷ তিনি বলেন, "ওরা যদি কোহলির উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপায় কিংবা মাঠে কিছু তর্কাতর্কি হয়, আর কোহলি যদি সে সময় আবেগপ্রবণ থাকে তাহলে হয়তো কোহলি হয়তো আর ঘুরে দাঁড়াতেই পারবে না ৷"

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে কোহলির রেকর্ড ব্য়াপক ঈর্ষণীয় ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারে 25টি ম্য়াচ খেলেছেন 'দ্য রানমেশিন' ৷ 52.41 গড়ে 2042 রান করেছেন তিনি ৷ ঝুলিতে আটটি সেঞ্চুরি ৷ এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক ছ'টি শতরান করা ভারতীয় ব্যাটার তিনিই ৷ আগামী 22 নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷

Last Updated : Nov 17, 2024, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.