বসিরহাট, 17 নভেম্বর: ওষুধের স্টোররুম থেকে বেরোচ্ছে ধোঁয়া। সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে বিভিন্ন ওয়ার্ডে। আগুন-আতঙ্ক হাসপাতালজুড়ে।ঘটনার জেরে চিকিৎসক, নার্স ও রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বিভাগের কর্মী আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে হাসপাতালের দু'তলার মেল সার্জিক্যাল ওয়ার্ডের পাশে ওষুধের স্টোররুম থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্তব্যরত নার্সরা প্রথমে তা দেখেন। মুহূর্তে ধোঁয়া ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে। খবর পেয়ে হাসপাতালে নিরাপত্তা বিভাগের কর্মীরা ধোঁয়া অতিক্রম করে ওই স্টোররুমের দরজা খোলেন। তাঁরা দেখেন, সুইচ বোর্ডে আগুন জ্বলছে। ওই ঘরে থরে থরে ওষুধের কার্টুন সাজিয়ে রাখা ছিল। দেরি হলেই ওই কার্টুনগুলোতে আগুন লেগে যেতে পারে। তাতে বিপদ বাড়ার আশঙ্কা ছিল।
সঙ্গে সঙ্গে হাসপাতালের ফায়ার অ্যালার্ম বাজিয়ে সকলকে সতর্ক করে দেওয়া হয়। তখন হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীর পরিজনদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। অনেকেই আতঙ্কে সিঁড়ি ব্যবহার করে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা যদিও অল্প সময়ের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। এবিষয়ে কৌশিক দাস নামে হাসপাতালের এক কর্মী বলেন, "হাসপাতালের স্টোররুমের সুইচবোর্ডে আগুন লেগেছিল। যদিও সেই আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের উৎসস্থল খুঁজে দমকল বিভাগের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।"
এদিকে, কীভাবে হাসপাতালের স্টোররুমের সুইচবোর্ডে আগুন লাগল, তা বিদ্যুৎ বিভাগের কর্মীরা খতিয়ে দেখছেন। পুলিশ হাসপাতালের ওই স্টোররুমের সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার নেপথ্যে অন্তর্ঘাত আছে কি না, তারও তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা হাসপাতালের বিদ্যুৎ সংযোগের সমস্ত লাইন খতিয়ে দেখছেন। কোথাও কোনও শর্ট-সার্কিট আছে কি না তাও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে ।