ETV Bharat / state

মা-বাবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ যুবকের - MINOR RAPED

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে । স্থানীয়দের দাবি, অভিযুক্তের সঙ্গে নির্যাতিতা কিশোরীর পূর্ব পরিচয় ছিল । আগেও যুবক তার বাড়িতে যাতায়াত করেছে ।

minor girl rape
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 4:21 PM IST

Updated : Nov 17, 2024, 4:27 PM IST

হাড়োয়া, 17 নভেম্বর: বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়া থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ব্যাসদেব প্রামাণিক । যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 17 বছরের কিশোরী শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল । তার পরিবারের লোকেরা কাজে বাইরে বেরিয়েছিলেন । সেই সুযোগে ওই যুবক নাবালিকার বাড়িতে ঢোকে । তারপর সে কিশোরীর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ । রাতে পরিবারের লোকেরা বাড়ি ফিরে আসেন । কিশোরী তখন যুবকের 'কীর্তি'র কথা তাঁদের বলে দেয় । পরিবারের লোকেরা রাতেই যুবকের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন । রবিবার ভোররাতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ।

নির্যাতিতা কিশোরীর মা বলেন, "শনিবার বিকেলে আমরা কেউ বাড়ি ছিলাম না । বিশেষ কাজে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম । ওই সময় ব্যাসদেব আমাদের বাড়িতে আসে । তারপর আমার মেয়েকে সে ধর্ষণ করে । বাড়ি ফিরতেই দেখি, মেয়ে খুব কান্নাকাটি করছে । জিজ্ঞাসা করার পরে সে আমাদের সমস্ত কথা বলে । শুনেছি, পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । আমরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের সঙ্গে ওই কিশোরীর পূর্ব পরিচয় ছিল । আগেও সে ওই বাড়িতে যাতায়াত করেছে । তাই, সরল বিশ্বাসে বাবা-মা বাড়ি না থাকা সত্ত্বেও কিশোরী তাকে দরজা খুলে দিয়েছিল । সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই যুবক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ । এ দিকে, ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে আদালতে ।

হাড়োয়া, 17 নভেম্বর: বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়া থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ব্যাসদেব প্রামাণিক । যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 17 বছরের কিশোরী শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল । তার পরিবারের লোকেরা কাজে বাইরে বেরিয়েছিলেন । সেই সুযোগে ওই যুবক নাবালিকার বাড়িতে ঢোকে । তারপর সে কিশোরীর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ । রাতে পরিবারের লোকেরা বাড়ি ফিরে আসেন । কিশোরী তখন যুবকের 'কীর্তি'র কথা তাঁদের বলে দেয় । পরিবারের লোকেরা রাতেই যুবকের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন । রবিবার ভোররাতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ।

নির্যাতিতা কিশোরীর মা বলেন, "শনিবার বিকেলে আমরা কেউ বাড়ি ছিলাম না । বিশেষ কাজে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম । ওই সময় ব্যাসদেব আমাদের বাড়িতে আসে । তারপর আমার মেয়েকে সে ধর্ষণ করে । বাড়ি ফিরতেই দেখি, মেয়ে খুব কান্নাকাটি করছে । জিজ্ঞাসা করার পরে সে আমাদের সমস্ত কথা বলে । শুনেছি, পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে । আমরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের সঙ্গে ওই কিশোরীর পূর্ব পরিচয় ছিল । আগেও সে ওই বাড়িতে যাতায়াত করেছে । তাই, সরল বিশ্বাসে বাবা-মা বাড়ি না থাকা সত্ত্বেও কিশোরী তাকে দরজা খুলে দিয়েছিল । সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই যুবক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ । এ দিকে, ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে আদালতে ।

Last Updated : Nov 17, 2024, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.