পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোকেন সেবনের দায়ে নির্বাসিত কিউয়ি অলরাউন্ডার

মাদক সেবনের দায়ে নির্বাসিত 28টি টেস্ট ম্য়াচ খেলা কিউয়ি ক্রিকেটার ৷ শরীরে কোকেনের নমুনা মিলেছে ওই ক্রিকেটারের ৷

DOUG BRACEWELL
নির্বাসিত ব্রেসওয়েল (GETTY)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

হায়দরাবাদ, 18 নভেম্বর: মাদক সেবনের দায়ে নির্বাসিত হলেন নিউজিল্যান্ড জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল ৷ শরীরে কোকেনের নমুনা পাওয়া যাওয়ায় বোলিং অলরাউন্ডারকে একমাসের জন্য নিষিদ্ধ করেছে স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন ৷ গত জানুয়ারি মাসে ঘরোয়া টি-20 লিগে দুরন্ত পারফরম্যান্সের পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয় ৷ সেখানেই কোকেনের নমুনা পাওয়া যায় ৷

চলতি বছর জানুয়ারিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে ওয়েলিংটনের বিরুদ্ধে ঘরোয়া টি-20 লিগে ব্যাটে-বলে দুর্ধর্ষ পারফর্ম করেন প্রাক্তন জাতীয় অলরাউন্ডার ৷ বল হাতে 21 রানে দুই উইকেট নেওয়ার পর ব্যাট 11 বলে অপরাজিত 30 রানের ইনিংস খেলেন ব্রেসওয়েল ৷ তাঁর দুরন্ত পারফরম্যান্সে দল ছয় উইকেটে জয়লাভ করে ৷

স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন জানিয়েছে প্রতিযোগিতার বাইরেই মাদক নিয়েছিলেন ব্রেসওয়েল ৷ এমনকী মাঠে তাঁর পারফরম্যান্সের সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই ৷ প্রাথমিকভাবে তাঁকে তিন মাস নির্বাসনে পাঠানো হলেও পরে শাস্তি কমিয়ে এক মাসে নামিয়ে আনা হয় ৷ কারণ হিসেবে বলা হয়েছে ব্রেসওয়েল সফলভাবে চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৷ স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশনের মুখ্য আধিকারিক রেবেকা রোলস এহেন অ্যাথলিটদের রোল মডেলের মত আচরণ করতে বলেছেন ৷

এক বিবৃতিতে তিনি বলেন, "অ্যাথলিটদের দায় বর্তায় শিশু ও যুব সমাজের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করার ৷" কোকেন জাতীয় ড্রাগ যে বেআইনি এবং ভয়ঙ্কর ক্ষতিকারক, সে ব্যাপারে বহুবার অ্যাথলিটদের বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷

এদিকে দেশের হয়ে 28টি টেস্ট ও 21টি ওয়ান-ডে খেলা ব্রেসওয়েলের কর্মকাণ্ডে হতাশ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও ৷ তবে ব্রেসওয়েলের পাশে থাকার বার্তা দিয়েছে তাঁরা ৷ সেদেশের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ডাগ তাঁর কৃতকর্মের জন্য দায় স্বীকার করেছে ৷ একইসঙ্গে বোর্ড ক্রিকেটারের এগিয়ে চলার পথে সাহায্য করবে বলেও জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details