মুম্বই, 12 জানুয়ারি: সচিব পদে জয় শাহের উত্তরসূরি খুঁজে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ অসমের প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সইকিয়া আসীন হলেন জয় শাহের ছেড়ে যাওয়া পদে ৷ গত 1 ডিসেম্বর বোর্ডের প্রাক্তন সচিব আইসিসি'র চেয়ারম্য়ান হিসেবে সরকারিভাবে দায়িত্বগ্রহণের পর থেকেই ফাঁকা ছিল বিসিসিআই সচিব পদটি ৷ তারপর থেকে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন দেবজিৎ সইকিয়াই ৷ রবিবার পাকাপাকিভাবে বোর্ডের সচিব পদে নিয়োগ হলেন তিনি ৷
বোর্ডের কোনও পদ খালি হলে 45 দিনের মধ্যে তা পূরণ করা বাধ্যতামূলক ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সইকিয়ার সচিব পদে বসা ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে বোর্ডের সচিব পদে নিয়োগের জন্য রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল ৷ সেখানেই পড়ল সিলমোহর ৷ 43 দিনের মাথায় নয়া সচিব খুঁজে নিল বোর্ড ৷
দেবজিৎ সইকিয়ার সঙ্গেই বোর্ড পেল নয়া কোষাধ্যক্ষও ৷ আশিস শেলারের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া কোষাধ্যক্ষ হলেন প্রভতেজ সিং ভাটিয়া ৷ মহারাষ্ট্রে নবগঠিত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী হওয়ার বোর্ডের কোষাধ্যক্ষের পদ থেকে অব্য়াহতি নিয়েছিলেন আশিস শেলার ৷ তাঁরই জুতোয় পা গলালেন প্রভতেজ সিং ভাটিয়া ৷
- কে এই দেবজিৎ সইকিয়া?