পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আনোয়ারের দলবদল বিতর্ক কোন পথে ? ধন্ধে ফুটবলমহল - Anwar Ali Transfer Saga

Footballer Anwar Ali Suspension: 2 অগষ্টের আগে আনোয়ার আলির দলবদল বির্তক যে অবস্থায় ছিল, তাই বহাল রইল ৷ অর্থাৎ আনোয়ার বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দেওয়া যাবতীয় নির্দেশের কোনও বৈধতা নেই। দিল্লি হাইকোর্টের দেওয়া রায় মেনে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

Footballer Anwar Ali Suspension
আনোয়ারের দলবদল বিতর্ক কোন পথে ? (ফাইল চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Sep 18, 2024, 11:19 AM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: আনোয়ার আলি ফুটবল ভবিষ্যত কি ফের দোলাচলে ? মঙ্গলবার বিকেলের পরে সেই কথাটাই বলছে ময়দান ৷ অথচ আনোয়ার আলির ফুটবল ভবিষ্যত নিয়ে একটা দিশা মিলবে সেটাই আশা ছিল। ফেডারেশনের বর্তমান অবস্থানের যে নির্যাস সামনে এসেছে, তাতে বলা হয়েছে 13 সেপ্টেম্বর তারিখের দিল্লি হাইকোর্টের আদেশ অনুযায়ী 10 সেপ্টেম্বর এআইএফএফ-এর দেওয়া প্লেয়ার্স স্ট্যাস্টাস কমিটির সব আদেশ বাতিল ৷

পাশাপাশি এই সময়ের মধ্যে যেসব চিঠিপত্রের আদান প্রদান হয়েছিল, তার কোন প্রয়োজন নেই । অতএব 2 অগষ্টের আগে আনোয়ার আলির দলবদল বির্তক যে অবস্থায় ছিল, তাই বহাল রইল ৷ অর্থাৎ আনোয়ার আলি বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দেওয়া যাবতীয় নির্দেশের কোনও বৈধতা নেই। দিল্লি আদালতের দেওয়া রায় মেনে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এইক্ষেত্রে ফের আনোয়ার আলির দলবদল বিতর্ক নতুন করে শুরু হবে।

আনোয়ার যে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই, তা নতুন কিছু নয় ৷ কারণ সংশ্লিষ্ট ফুটবলারের দলবদলের আবেদনকে মান্যতা দিয়েই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি নো-অবজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। মঙ্গলবারের পরে ফেডারেশনের প্লেয়ার্স কমিটি ফের বিষয়টি নিয়ে সম্ভবত আলোচনায় বসতে চলেছে ৷ সেখানে আনোয়ারের ইচ্ছেকেই মর্যাদা পাবে। কিন্তু তিনি কি বল পায়ে নামতে পারবেন ? বলা হচ্ছে, এক্ষেত্রে আনোয়ারের নামতে অসুবিধা নেই ৷

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, তাদের কাছে কোনও চিঠি আসেনি। দিল্লি এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজও নিশ্চুপ ৷ মোহনবাগানও যে আনোয়ারকে তাদের ফুটবলার বলে দাবি করছে, সেটাও পরিষ্কার নয়। মনে করা হচ্ছে, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তার আগের রায় নিয়ে পর্যালোচনা করে ফের কোনও সিদ্ধান্তে না-পৌঁছনো পর্যন্ত, আনোয়ারের খেলতে বাধা থাকবে না।

ABOUT THE AUTHOR

...view details