কলকাতা, 18 সেপ্টেম্বর: আনোয়ার আলি ফুটবল ভবিষ্যত কি ফের দোলাচলে ? মঙ্গলবার বিকেলের পরে সেই কথাটাই বলছে ময়দান ৷ অথচ আনোয়ার আলির ফুটবল ভবিষ্যত নিয়ে একটা দিশা মিলবে সেটাই আশা ছিল। ফেডারেশনের বর্তমান অবস্থানের যে নির্যাস সামনে এসেছে, তাতে বলা হয়েছে 13 সেপ্টেম্বর তারিখের দিল্লি হাইকোর্টের আদেশ অনুযায়ী 10 সেপ্টেম্বর এআইএফএফ-এর দেওয়া প্লেয়ার্স স্ট্যাস্টাস কমিটির সব আদেশ বাতিল ৷
পাশাপাশি এই সময়ের মধ্যে যেসব চিঠিপত্রের আদান প্রদান হয়েছিল, তার কোন প্রয়োজন নেই । অতএব 2 অগষ্টের আগে আনোয়ার আলির দলবদল বির্তক যে অবস্থায় ছিল, তাই বহাল রইল ৷ অর্থাৎ আনোয়ার আলি বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দেওয়া যাবতীয় নির্দেশের কোনও বৈধতা নেই। দিল্লি আদালতের দেওয়া রায় মেনে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এইক্ষেত্রে ফের আনোয়ার আলির দলবদল বিতর্ক নতুন করে শুরু হবে।