বিশাখাপত্তনম, 31 মার্চ:জমজমাটরবিবাসরীয ডাবল হেডার ৷ ডাবল হেডারের প্রথম ম্যাচে ইতিমধ্যেই হায়দবাদকে বিঁধে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত ৷ উত্তেজক দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ৷ সেই ম্যাচে টস জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইয়ের বিরুদ্ধে টস জিতলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত। টস জিতে প্রথমে ইয়েলো জার্সিধারীদের বল করতে পাঠান ঋষভ পন্ত ৷
সাময়িকভাবে ফিরোজ শা কোটলায় নিজেদের হোম ম্যাচগুলি খেলতে পারছে না দিল্লি ক্যাপিটালস। প্রথম দু'টি ম্যাচ হেরে শুরু করা দিল্লি ক্যাপিটালস বিশাখাপত্তনমে দ্বিতীয় হোম ম্যাচ খেলছে এদিন। অন্যদিকে, চেন্নাই প্রথম দু'টো ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে খেলতে নেমেছে ৷ ফলে এই ম্যাচের দিকে নজর সকলের। চলতি কোটিপতি লিগে জয়ের খাতা খুলতে মরিয়া দিল্লি ব্রিগেড ৷
দিল্লি অধিনায়ক টস জিতে বলেন, "আমরা প্রথমে ব্যাট করব। রান বেশি করতে চাই। ভাইজাগে হোম ম্যাচ খেলার মধ্যে আমি মনে করি অনেক পার্থক্য আছে ৷ কিন্তু আমরা এখানে অনুশীলন করেছি। দু'টি পরিবর্তন করা হয়েছে ৷ কুলদীপের বদলে পৃথ্বী শ এসেছে। রিকি ভুঁইয়ের পরিবর্তে ঈশান্ত শর্মা এসেছে।"
অন্যদিকে টস হেরে এদিন রুতুরাজ বলেন, "এখানে প্রথম খেলা, এই পিচে খুব বেশি অভিজ্ঞতা নেই ৷ আমাদের কোনও পরিবর্তন নেই আজ ৷ গত ম্যাচে যাঁরা ছিলেন তাঁরাই আছেন ৷ স্কোয়াডে কোনও পরিবর্তন আজ করা হয়নি ৷ আমাদের দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন ৷" অতএব তরুণ তুর্কি অধিনায়ক এখানে খুব ভালোভাবেই ব্য়ক্ত করেছেন মহেন্দ্র সিং ধোনির কথা ৷ উল্লেখ্য, গত ম্যাচে অর্থাৎ গুজরাতের বিরুদ্ধে ক্রিকেটপ্রেমীরা কেউই ভোলেননি জার্সি নম্বর 7-এর কথা ৷ এই বয়সেও শরীর শূন্য়ে ভাসিয়ে কীভাবে ক্যাচ ধরেছিলেন ৷
- দিল্লি ক্যাপিটালসের একাদশ- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, অ্যানরিচ নর্ৎজে, মুকেশ কুমার, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ ৷
- চেন্নাই সুপার কিংসের একাদশ-রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান ৷
আরও পড়ুন:
- ঘরের মাঠে দাপুটে জয় গুজরাতের, 7 উইকেটে হায়দরাবাদ 'বধ' গিল ব্রিগেডের
- টি-20 বিশ্বকাপের আগে ফের পাকিস্তান দলের অধিনায়ক বাবর
- অপ্রতিরোধ্য নাইটরা, সল্ট-নারিনের দাপটে ‘বিরাট’ জয় কলকাতার