ETV Bharat / bharat

'মনে হল ব্রিজ ভেঙে পড়ল', এমন ভূমিকম্প আগে দেখিনি; বলছেন দিল্লিবাসীরা - EARTHQUAKE HITS DELHI

সোমের সকালে কেঁপে ওঠে দেশের রাজধানী দিল্লি ৷ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নামেন মানুষ ৷ দিল্লিবাসীরা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা ৷

Earthquake in delhi
ভূকম্পের ভয়ানক অভিজ্ঞতা দিল্লিবাসীর (এএনআই)
author img

By ANI

Published : Feb 17, 2025, 2:21 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটেছে শনির রাতে ৷ তারমধ্যেই সোমবার সকালে কেঁপে উঠল দিল্লি। আজ সকাল 5.36 নাগাদ ভূকম্প অনুভূত হয়েছে রাজধানীতে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলেই দাবি রাজধানীর বাসিন্দাদের। কেউ বলছেন, মনে হল যেন ব্রিজ ভেঙে পড়ল ৷ প্রচণ্ড জোরে আওয়াজ হয় ৷ কারোর মতে, ঘরবাড়ির সমস্ত জিনিস কাঁপছিল ৷

নয়াদিল্লি স্টেশনে অপেক্ষারত যাত্রী জানান, ট্রেন ধরার জন্য তখন তিনি ট্যাক্সি করে রওনা দিয়েছেন দিল্লি স্টেশনের উদ্দেশে ৷ সেইসময় আচকায় জোরে একটা আওয়াজ হয় ৷ চারিদিক কাঁপতে থাকে ৷ বেশ কিছু সময় ভূকম্পন অনুভূত হয় ৷ আতঙ্কের মধ্যে কোনওরকমে স্টেশনে পৌঁছন ৷ তিনি আরও জানান, তাঁর গন্তব্য দেরাদুন ৷ 16 নম্বর প্ল্যাটফর্মে যা হয়েছে সেদিন, তারপর আবার ভূমিকম্প ভীষণ আতঙ্কে রয়েছেন তিনি ৷

কী বলছেন দিল্লিবাসীরা (ইটিভি ভারত)

অন্য এক যাত্রী বলেন, স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলাম ৷ ঠিক তখনই চারিদিক কেঁপে ওঠে ৷ জোরালো আওয়াজ হয় ৷ মনে হল যেন ব্রিজ ভেঙে পড়ল ৷ ভীষণ ভয় করছিল ৷ আরেক যাত্রীর বক্তব্য, ভূমিকম্প আগেও হয়েছে কিন্তু আজকের ঘটনা ভয়াবহ ৷ এমনটা আগে কখনও হয়েছে বলে তাঁর মনে পড়ে না ৷ ওই যাত্রী দেরাদুনের উদ্দেশে যাবেন বলে তৈরি হচ্ছিলেন ৷ ভোরের দিকেই ট্রেন ছিল নয়াদিল্লি স্টেশন থেকে ৷

রেডি হচ্ছিলেন যখন ঘরের আলমারি-সহ আরও ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে ৷ ফ্যান দুলতে থাকে ৷ সকলকে নিয়ে বাড়ির বাইরে চলে আসেন তিনি ৷ ঘরবাড়িগুলো রীতিমতো দুলে উঠছিল। আশাপাশের লোকজনরা তখন বলছিলেন, এটিই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রবল ভূমিকম্প। তবে ওই যাত্রী পরে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র দিল্লির ধৌলা কুয়ানের। মাটির 5 কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎস। আগরা, আলওয়ার, মথুরা, মোরাদাবাদ, সাহারানপুরেও অনুভূত হয়েছে কম্পন।

সংবাদসংস্থা এএনআইয়ের তরফে এক্সে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছ উপড়ে যাওয়ার একটি ভিডিয়ো ৷ ধৌলা কুয়ানের ঝিল পার্কের তত্ত্বাবধায়করা দাবি করেছেন, আজ সকালে 4.0-মাত্রার ভূমিকম্পে সেখানের পার্কের 20-25 বছরের পুরনো একটি গাছ মাটি থেকে উপড়ে গিয়েছে।

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটেছে শনির রাতে ৷ তারমধ্যেই সোমবার সকালে কেঁপে উঠল দিল্লি। আজ সকাল 5.36 নাগাদ ভূকম্প অনুভূত হয়েছে রাজধানীতে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলেই দাবি রাজধানীর বাসিন্দাদের। কেউ বলছেন, মনে হল যেন ব্রিজ ভেঙে পড়ল ৷ প্রচণ্ড জোরে আওয়াজ হয় ৷ কারোর মতে, ঘরবাড়ির সমস্ত জিনিস কাঁপছিল ৷

নয়াদিল্লি স্টেশনে অপেক্ষারত যাত্রী জানান, ট্রেন ধরার জন্য তখন তিনি ট্যাক্সি করে রওনা দিয়েছেন দিল্লি স্টেশনের উদ্দেশে ৷ সেইসময় আচকায় জোরে একটা আওয়াজ হয় ৷ চারিদিক কাঁপতে থাকে ৷ বেশ কিছু সময় ভূকম্পন অনুভূত হয় ৷ আতঙ্কের মধ্যে কোনওরকমে স্টেশনে পৌঁছন ৷ তিনি আরও জানান, তাঁর গন্তব্য দেরাদুন ৷ 16 নম্বর প্ল্যাটফর্মে যা হয়েছে সেদিন, তারপর আবার ভূমিকম্প ভীষণ আতঙ্কে রয়েছেন তিনি ৷

কী বলছেন দিল্লিবাসীরা (ইটিভি ভারত)

অন্য এক যাত্রী বলেন, স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলাম ৷ ঠিক তখনই চারিদিক কেঁপে ওঠে ৷ জোরালো আওয়াজ হয় ৷ মনে হল যেন ব্রিজ ভেঙে পড়ল ৷ ভীষণ ভয় করছিল ৷ আরেক যাত্রীর বক্তব্য, ভূমিকম্প আগেও হয়েছে কিন্তু আজকের ঘটনা ভয়াবহ ৷ এমনটা আগে কখনও হয়েছে বলে তাঁর মনে পড়ে না ৷ ওই যাত্রী দেরাদুনের উদ্দেশে যাবেন বলে তৈরি হচ্ছিলেন ৷ ভোরের দিকেই ট্রেন ছিল নয়াদিল্লি স্টেশন থেকে ৷

রেডি হচ্ছিলেন যখন ঘরের আলমারি-সহ আরও ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে ৷ ফ্যান দুলতে থাকে ৷ সকলকে নিয়ে বাড়ির বাইরে চলে আসেন তিনি ৷ ঘরবাড়িগুলো রীতিমতো দুলে উঠছিল। আশাপাশের লোকজনরা তখন বলছিলেন, এটিই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রবল ভূমিকম্প। তবে ওই যাত্রী পরে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র দিল্লির ধৌলা কুয়ানের। মাটির 5 কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎস। আগরা, আলওয়ার, মথুরা, মোরাদাবাদ, সাহারানপুরেও অনুভূত হয়েছে কম্পন।

সংবাদসংস্থা এএনআইয়ের তরফে এক্সে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছ উপড়ে যাওয়ার একটি ভিডিয়ো ৷ ধৌলা কুয়ানের ঝিল পার্কের তত্ত্বাবধায়করা দাবি করেছেন, আজ সকালে 4.0-মাত্রার ভূমিকম্পে সেখানের পার্কের 20-25 বছরের পুরনো একটি গাছ মাটি থেকে উপড়ে গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.