খাণ্ডোয়া(মধ্যপ্রদেশ), 17 ফেব্রুয়ারি: ওমকারেশ্বর বেড়াতে এসে ফরাসি পর্যটকের মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম ডেলর্মে স্টিফেন আলেকজ্যান্ডার (50)। পর্যটন ভিসায় 22 জানুয়ারি ভারতে আসেন ডেলর্মে ৷ দিল্লি থেকে বারাণসীতে এসে প্রথমে কাশী গিয়েছিলেন তিনি । এরপর তিনি ইন্দোর, উজ্জয়িনী এবং তারপর মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে পৌঁছন।
মোঘাট পুলিশ জানায়, রবিবার বিকেলে হঠাৎ করেই ওই বিদেশি পর্যটকের শারীরিক অবস্থার অবনতি হয় । তাঁর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল । এর জন্য তড়িঘড়ি তাঁকে ওমকারেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দেখেন, তাঁর অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে শুরু করেছে ৷ যার কারণে তাঁকে গুরুতর অবস্থায় খাণ্ডোয়াতে রেফার করা হয়। এখানকার হাসপাতালে আইসিইউ-তে থাককালীন ফরাসি পর্যটকের মৃত্যু হয় ।
ফরাসি পর্যটকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মোঘাট থানার ইনচার্জ ধীরেশ ধারওয়াল এবং পরিদর্শক সুনীল গুপ্তা। মর্গে পর্যটকের ব্যাগ তল্লাশি করা হয়। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, ফরাসি মুদ্রা, ভিসা-পাসপোর্ট, বিমানের টিকিট ও ক্যামেরা। পাসপোর্ট ও ভিসা থেকে জানা যায় ওই ফরাসি পর্যটকের নাম পরিচয় ৷
পুলিশ ওই পর্যটকের ব্যাগ থেকে পরিবারের মোবাইল নম্বর পেয়েছে ৷ এরপরেই মোঘাট থানার ইনচার্জ ধারওয়াল পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ ইংরেজিতে ঘটনাটি জানালেও তাঁরা কিছুই বুঝতে পারেননি ৷ কারণ তাঁরা ফরাসি ভাষায় কথা বলেন। এরপরে ফরাসি ভাষায় ডেলর্মের মৃত্যুর খবর পরিবারের কাছে পাঠানো হয় ৷
এই বিষয়ে মোঘাট থানার ইনচার্জ ধীরেশ ধারওয়াল বলেন, "এই পর্যটক ই-ভিসায় ভারতে এসেছিলেন । বর্তমানে পর্যটকের মৃত্যুর তদন্ত করা হচ্ছে । নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।"