পারথ, 18 নভেম্বর: তাঁর অফ ফর্ম নিয়ে উদ্বেগ অনুরাগীমহলে ৷ অস্ট্রেলিয়া সফরে ফর্মহীন বিরাট কোহলি কিছুটা চাপে থেকেই শুরু করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ প্রাক্তন অজি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাথ তো আবার অজি বোলারদের সর্বশক্তি নিয়ে ঝাঁপানোর পরামর্শ দিয়েছেন বিরাটের বিরুদ্ধে ৷ এমন সময় সিরিজ শুরুর আগে বিরাট ইস্যুতে অস্ট্রেলিয়াকে সাবধান করলেন ডেভিড ওয়ার্নার ৷ প্রাক্তন অজি ওপেনার জানালেন, প্রিয় অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করতে চাইবে বিরাট ৷
13 ম্যাচে ছ'টি শতরান সহযোগে 1352 রান ৷ অস্ট্রেলিয়ার মাটি লাল বলের ক্রিকেটে বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ সেই পরিসংখ্যান মাথায় রেখেই হেরাল্ড সানে তাঁর কলামে ডেভ লেখেন, "এই বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা বিরাটকে সবসময় দেখেছি ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাতে ৷ আমাদের দেশে খেলে যাওয়া অন্য কোনও ব্যাটার বোধহয় এভাবে চ্যালেঞ্জকে কখনও আলিঙ্গন করেনি ৷ নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য এর চেয়ে ভালো পরিস্থিতি আর পাবে না বিরাট ৷ তাই অস্ট্রেলিয়া দলের জন্য আমার উদ্বেগ হচ্ছে বিরাট যদি এবারও আগের মতই রান করতে থাকে ৷"