কলকাতা, 19 ডিসেম্বর: দামোদর ভ্যালি কর্পোরেশনে এবার তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একই সঙ্গে, তিনি এও জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত ডিভিসি'র তরফে জল ছেড়ে রাজ্যকে বানভাসী করলেও ডিভিসি'র ভিতর থেকে প্রতিবাদের কোনও সুযোগ ছিল না।
এবার প্রয়োজনে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন। এদিন ডিভিসি কামগর সংঘের তরফ থেকে সংস্থার সম্পাদক পুষ্পেনজিৎ দাস বলেন, "সাধারণত জল ছাড়ার আগে রাজ্যকে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানো বাধ্যতামূলক। 1948 সালের যে আইন আছে তাতে স্পষ্ট ভাষায় সে কথাই বলা হয়েছে। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় এই নিয়ম মানা হয় না। কিন্তু এবার থেকে এর অন্যথা হলে ডিভিসি'র ভিতরে থেকে আমাদের ইউনিয়ন এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।" তিনি এও জানিয়েছেন, রাজ্যের স্বার্থের কথা ভেবেই তৃণমূল কংগ্রেসের সমর্থিত ইউনিয়নের ক্ষমতায় আসা জরুরি ছিল।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে ডিভিসিতে যে ভোট হয়েছে তাতে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থিত শ্রমিক ইউনিয়ন বিবিসি কামগড় সংঘ। সেই জায়গা থেকে এই সংগঠনের সভাপতি হিসাবে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন জানান, সর্বভারতীয় ক্ষেত্রে এই জয় তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় স্বীকৃতি। তিনি এও জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে হওয়া এই নির্বাচনে 2840 ভোটের মধ্যে 1414 ভোট পেয়ে আইএনটিটিইউসি সমর্থিত এই ইউনিয়ন জয়ী হয়েছে। ডিভিসির কর্মীদের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর এই শ্রমিক ইউনিয়ন। এদিন শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, ডিভিসিতে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন জয়ী হওয়ায় একতরফা জল ছাড়লে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কোনও সুযোগ কি পাওয়া যাবে ? মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরাসরি এ বিষয়ে কোনও সুযোগ না থাকলেও, যেহেতু তৃণমূল ট্রেড ইউনিয়ন সমর্থিত ইউনিয়ন সেখানে রয়েছে, সুতরাং প্রয়োজনে রাজ্যের স্বার্থে তারা সরব হতে পারবে।