ETV Bharat / sports

বিরাট-রোহিত থেকে নাদাল, টনি ক্রুজ ! চলতি বছরে কেরিয়ারে দাড়ি টেনেছেন যাঁরা - SPORTSPERSONS RETIREMENT IN 2024

ক্রীড়াক্ষেত্রে যেভাবে একাধিক নজির দেখেছে বিশ্ব, তেমনই তারকারা বুটও তুলে রেখেছেন । বছর শেষে সেই তালিকাই দেখল ইটিভি ভারত...

SPORTPERSONS RETIREMENT IN 2024
কেরিয়ারে দাড়ি টেনেছেন যাঁরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 19, 2024, 10:48 PM IST

Updated : Dec 20, 2024, 7:13 PM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: শেষের পথে 2024 । বর্ষবরণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ৷ চলছে শেষ হতে চলা বছর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশও ৷ অন্যান্য বছরের মতো এবছরও ঘটনাবহুল । ক্রীড়াক্ষেত্রে যেভাবে একাধিক নজির দেখেছে বিশ্ব, তেমনই কেরিয়ারে দাড়িও টেনেছেন একাধিক তারকা ৷।

সবুজ গালিচা থেকে বাইশ গজ, বছরের পর বছর নিজেদের শৈলিতে মন মজিয়েছেন যারা, তাঁদের অনেকেই জানিয়ে দিয়েছেন, সফর এখানেই শেষ । রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে রাফায়েল নাদাল হয়ে হয়ে ঘরের মেয়ে দীপা কর্মকার, সন্ন্যাস নেওয়া তারকাদের সংখ্যাটা কম নয় । বছর শেষে সেই তালিকাতেই চোখ বোলাল ইটিভি ভারত...

ক্রিকেট

রোহিত শর্মা (টি-20 ক্রিকেট): টি-20 বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ দলকে কুড়ি-বিশের প্রতিযোগিতায় বিশ্বসেরা করার পরই বাইশ গজকে বিদায় জানিয়েছেন হিটম্যান ৷ দেশের হয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটে 159টি ম্যাচে 4 হাজার 231 রান করেছেন রোহিত। আইপিএলে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক চেয়েছিলেন দেশের হয়ে বিশ্ব সেরার কাপটা তুলতে লক্ষ্যপূরণ হতেই বিদায় ঘোষণা । যদিও শুধুমাত্র ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটেই খেলবেন না তিনি ৷ ওডিআই ও টেস্ট, দুই ফর্ম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব এখনও মুম্বইকরের কাঁধেই ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রোহিত শর্মা (ইটিভি ভারত)
  • অধিনায়ক হিসেবে 62 ম্যাচে 1905 রান করেছেন রোহিত। তার মধ্যে 49টি ম্যাচে জয় পেয়েছেন।

বিরাট কোহলি (টি-20 ক্রিকেট): একই তালিকায় সংযোজন বিরাট কোহলি ৷ সতীর্থের সঙ্গেই অবসরের গ্রহে সামিল হয়েছে বিরাট ৷ 125টি ম্যাচে 4188 রান ৷ অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে ট্র্যাক রেকর্ড ঈর্ষনীয়, ব্যাটার হিসেবে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ কুড়ি-বিশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কিং কোহলি ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
বিরাট কোহলি (ইটিভি ভারত)

একনজরে কোহলিয়ানা...

  1. ভারতের হয়ে খেলেছেন 125টি টি-20 ম্যাচ
  2. 117 ইনিংসে 4188 রান করেছেন
  3. গড় 48.69
  4. স্ট্রাইক রেট 137.04
  5. সর্বোচ্চ রান 122 নট-আউট
  6. করেছেন 1টি শতরান, অর্ধ-শতরানের সংখ্যা 38
  7. দেশের জার্সিতে খেলেছেন 6টি বিশ্বকাপ
  8. 2024 বিশ্বকাপ ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’

রবীন্দ্র জাদেজা (টি-20 ক্রিকেট): ফাইনাল জিতে অবসরে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷ টি-20 ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন জাড্ডু ৷ দেশের জার্সিতে 74টি আন্তর্জাতিক টি-20 খেলা জাদেজার যদিও বিশেষ ভালো যায়নি শেষ বিশ্বকাপ ৷ 2024 টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে পাঁচ ইনিংসে মাত্র 35 রান করার পাশে বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছেন ৷ 2009 শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল সৌরাষ্ট্র ক্রিকেটারের ৷ ব্যাট হাতে 515 রানের পাশাপাশি বল হাতে 54টি টি-20 উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রবীন্দ্র জাদেজা (ইটিভি ভারত)

রবিচন্দ্রন অশ্বিন (সমস্ত ফর্ম্যাট): অনিল কুম্বলে, হরভজন সিং পরবর্তী-যুগে ভারতকে ভরসা দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর ঘূর্ণিতে একাধিক ম্যাচ বাগে এনেছে ভারত ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারের পর তিনি হয়ে উঠেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ৷ নামের সঙ্গে জুড়েছে নজিরের লম্বা লাইন ৷ ব্রিসবেন টেস্টের পর অ্যাশ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷

ঋদ্ধিমান সাহা (সমস্ত ফর্ম্যাট): 2021 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমান । পরে তিনি বাদ পড়ে যান ৷ তাঁর বাদ পড়ার পেছনে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের অনিচ্ছা কাজ করেছিল । তারপর থেকে আর ভারতীয় দলে জায়গা পাননি ‘ঋদ্ধিম্যান’ ৷ নভেম্বরে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেন তিনি ৷

দীনেশ কার্তিক (সমস্ত ফর্ম্যাট): আইপিএল চলাকালীন উইকেটের পিছন থেকে রোহিত শর্মা বলেছিলেন, বিশ্বকাপ এলেই ভালো খেলেন দীনেশ কার্তিক ৷ যদিও আইসিসি টি-20 বিশ্বকাপ শুরুর বারো ঘণ্টা আগে অবসর ঘোষণা করেন ডিকে ৷ জানিয়ে দেন, সবরকম ক্রিকেট থেকেই তিনি সরে দাঁড়াচ্ছেন ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রো-কো জুটি (ইটিভি ভারত)

শিখর ধাওয়ান (সমস্ত ফর্ম্যাট): টেস্টে সেরাদের তালিকায় হয়তো তাঁকে রাখা যাবে না ৷ তবুও দেশের ওডিআই ক্রিকেট নিয়ে কথা বলতে হলে ‘গব্বর’কে বাদ দেওয়া যাবে না ৷ একসময় ওপেনিংয়ে ভরসা দিতেন ৷ 167টি একদিনের ম্যাচে প্রায় সাত হাজারের কাছাকাছি রান ৷ বহু ম্যাচে তাঁর ঘাড়ে চেপেই বৈতরণী পার করেছে ভারত ৷

ডিন এলগার (সমস্ত ফর্ম্যাট): প্রোটিয়া ব্যাটার ৷ 86টি টেস্টে প্রায় সাড়ে 5 হাজার রান করা এলগার বিশ্ব ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ যদিও এখনও কাউন্টি ক্রিকেট খেলেন তিনি ৷ চলতি বছরেই এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন তিনি ৷

ডেভিড ওয়ার্নার (সমস্ত ফর্ম্যাট): শুরু করেছিলেন বিশেষজ্ঞ টি-20 ব্যাটার হিসেবে ৷ কিন্তু, ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেটেও সমানভাবে সফল বাঁ-হাতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ অস্ট্রেলিয়া দলে তিনি অভিষেক করেন পাওয়ার হিটার হিসেবেই ৷ কিন্তু দলে নিজেকে প্রমাণ করে 'একম অদ্বিতীয়ম' হয়ে উঠেছিলেন এই ওপেনার ৷ অন্যদিকে এবার আইপিএল নিলামেও দল পাননি তিনবার কমলা টুপি জেতা ওয়ার্নার ৷

শাকিব আল-হাসান (টেস্ট ও টি-20): দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার শুধু নন, আইসিসি’র প্রাক্তন পয়লা ব়্যাংকিংয়ে থাকা অল-রাউন্ডার ৷ কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ দেশের হয়ে একমাত্র ওডিআই ক্রিকেটেই খেলবেন তিনি ৷

মাহমুদুল্লাহ (টি-20): বাংলাদেশের আরেক ক্রিকেটার ৷ পদ্মাপাড়ে তাঁকে রীতিমতো নায়কের সম্মান দেওয়া হয় ৷ চলতি বছরে টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি ৷

জেমস অ্যান্ডারসন (সমস্ত ফর্ম্যাট): পেসার হিসেবে অনন্য নজির গড়েছেন জেমস অ্যান্ডারসন ৷ টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে 700 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন 41 বছরের এই ব্রিটিশ পেসার ৷ তারপরেই কেরিয়ারে দাড়ি টেনেছেন জিমি ৷

টিম সাউদি (সমস্ত ফর্ম্যাট): নিউজিল্যান্ডের ডান-হাতি ফাস্ট বোলার ৷ তাঁকে বল হাতে দেখলে কেঁপে যান তাবড় তাবড় ব্যাটাররা ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট সেরার শিরোপা জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ ওই ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিলদের প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি ৷ সর্বোচ্চ উইকেট নয়, টেস্টে ছক্কা মেরে ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেছেন ‘সেক্সি ক্যামেল’ ৷

অবসরের গ্রহে গিয়েছেন হেনরিখ ক্লাসেন (টেস্ট), সৌরভ তিওয়ারি (সমস্ত ফর্ম্যাট), বরুণ অ্যারণ (সমস্ত ফর্ম্যাট), কলিন মুনরো (সমস্ত ফর্ম্যাট), মইন আলি (সমস্ত ফর্ম্যাট), ম্যাথু ওয়েড (সমস্ত ফর্ম্যাট), ট্রেন্ট বোল্ট (সমস্ত ফর্ম্যাট)...

ফুটবল

পেপে (ফুটবলার): কেপলার ল্যাভেরান দে লিমা ফেরাইরা ওম । সবুজ গালিচা থেকে বিদায় নিয়েছেন রোনাল্ডোর সতীর্থও ৷ 41 বছর বয়সে ইউরো কাপ খেলতে নেমে নজির গড়েছেন ৷ ইউরোর ইতিহাসে তিনিই সবচেয়ে ‘বৃদ্ধ’ খেলোয়াড় ৷

টনি ক্রুজ (ফুটবলার): দেশের জার্সিতে 2014 বিশ্বকাপ । বায়ার্ন মিউনিখের হয়ে তিনবার বুন্দেশলিগা । রিয়াল মাদ্রিদের হয়ে 4টি লা লিগা খেতাব । মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের সদস্য । নিজেকেই ছাপিয়ে যেতে ভালোবাসতেন টনি ক্রুজ ৷

টেনিস

রাফায়েল নাদাল (টেনিস): 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ ডেভিস কাপে হেরে টেনিসকে বিদায় জানিয়েছেন লাল মাটির অবিসংবাদী নায়ক ৷ 14টি ফরাসি ওপেন ছাড়াও ঝুলিতে রয়েছে জোড়া উইম্বলডন, জোড়া অস্ট্রেলিয়ান ওপেন এবং চারটি যুক্তরাষ্ট্র ওপেন ৷ রোলা গারোঁয় জয় এবং হারের অনুপাত 112-4 ৷ পাশাপাশি 92টি ট্যুর-লেভেল খেতাব জয়ী কিংবদন্তি টানা 209 সপ্তাহ ছিলেন এটিপি ব়্যাংকিংয়ের শীর্ষে ৷ বছরদু'য়েক আগে টেনিসকে বিদায় জানান তাঁর প্রবলতর প্রতিপক্ষ রজার ফেডেরার ৷ এবার কেরিয়ারে যবনিকা টেনেছেন বন্ধুও ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রাফায়েল নাদাল (ইটিভি ভারত)

অ্যান্ডি মারে (টেনিস): অবসরের গ্রহে গিয়েছেন ব্রিটেনের টেনিস তারকাও ৷ রাফায়েল নাদাল, রজার ফেডেরার, নোভাক জকোভিচের মাঝে কেরিয়ার খুব উজ্জ্বল করতে না-পারলেও ফ্যাব ফোরের অন্যতম তিনি ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
অ্যান্ডি মারে (ইটিভি ভারত)

অন্যান্য

দীপা কর্মকার (জিমন্যাস্ট): অবসরে দেশের 'প্রোদুনোভা গার্ল' ৷ চোট-আঘাতকে পাশ কাটিয়ে শেষ কয়েকবছরে আর ফিরতে পারেননি পুরনো ছন্দে ৷ 2024 এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতেও বুঝতে পেরেছিলেন মন চাইলেও শরীর আর সম্মতি দিচ্ছে না ৷ অক্টোবরে অবসর ঘোষণা করেন 2016 রিও অলিম্পিক্সে চতুর্থ স্থানাধিকারী ত্রিপুরার মেয়ে ৷ ভারতীয় জিমন্যাস্টিককে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যিনি ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
দীপা কর্মকার (ইটিভি ভারত)

আরও পড়ুন

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: শেষের পথে 2024 । বর্ষবরণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ৷ চলছে শেষ হতে চলা বছর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশও ৷ অন্যান্য বছরের মতো এবছরও ঘটনাবহুল । ক্রীড়াক্ষেত্রে যেভাবে একাধিক নজির দেখেছে বিশ্ব, তেমনই কেরিয়ারে দাড়িও টেনেছেন একাধিক তারকা ৷।

সবুজ গালিচা থেকে বাইশ গজ, বছরের পর বছর নিজেদের শৈলিতে মন মজিয়েছেন যারা, তাঁদের অনেকেই জানিয়ে দিয়েছেন, সফর এখানেই শেষ । রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে রাফায়েল নাদাল হয়ে হয়ে ঘরের মেয়ে দীপা কর্মকার, সন্ন্যাস নেওয়া তারকাদের সংখ্যাটা কম নয় । বছর শেষে সেই তালিকাতেই চোখ বোলাল ইটিভি ভারত...

ক্রিকেট

রোহিত শর্মা (টি-20 ক্রিকেট): টি-20 বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ দলকে কুড়ি-বিশের প্রতিযোগিতায় বিশ্বসেরা করার পরই বাইশ গজকে বিদায় জানিয়েছেন হিটম্যান ৷ দেশের হয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটে 159টি ম্যাচে 4 হাজার 231 রান করেছেন রোহিত। আইপিএলে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক চেয়েছিলেন দেশের হয়ে বিশ্ব সেরার কাপটা তুলতে লক্ষ্যপূরণ হতেই বিদায় ঘোষণা । যদিও শুধুমাত্র ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটেই খেলবেন না তিনি ৷ ওডিআই ও টেস্ট, দুই ফর্ম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব এখনও মুম্বইকরের কাঁধেই ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রোহিত শর্মা (ইটিভি ভারত)
  • অধিনায়ক হিসেবে 62 ম্যাচে 1905 রান করেছেন রোহিত। তার মধ্যে 49টি ম্যাচে জয় পেয়েছেন।

বিরাট কোহলি (টি-20 ক্রিকেট): একই তালিকায় সংযোজন বিরাট কোহলি ৷ সতীর্থের সঙ্গেই অবসরের গ্রহে সামিল হয়েছে বিরাট ৷ 125টি ম্যাচে 4188 রান ৷ অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে ট্র্যাক রেকর্ড ঈর্ষনীয়, ব্যাটার হিসেবে সর্বকালের সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ কুড়ি-বিশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কিং কোহলি ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
বিরাট কোহলি (ইটিভি ভারত)

একনজরে কোহলিয়ানা...

  1. ভারতের হয়ে খেলেছেন 125টি টি-20 ম্যাচ
  2. 117 ইনিংসে 4188 রান করেছেন
  3. গড় 48.69
  4. স্ট্রাইক রেট 137.04
  5. সর্বোচ্চ রান 122 নট-আউট
  6. করেছেন 1টি শতরান, অর্ধ-শতরানের সংখ্যা 38
  7. দেশের জার্সিতে খেলেছেন 6টি বিশ্বকাপ
  8. 2024 বিশ্বকাপ ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’

রবীন্দ্র জাদেজা (টি-20 ক্রিকেট): ফাইনাল জিতে অবসরে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও ৷ টি-20 ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন জাড্ডু ৷ দেশের জার্সিতে 74টি আন্তর্জাতিক টি-20 খেলা জাদেজার যদিও বিশেষ ভালো যায়নি শেষ বিশ্বকাপ ৷ 2024 টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে পাঁচ ইনিংসে মাত্র 35 রান করার পাশে বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছেন ৷ 2009 শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ফরম্যাটে অভিষেক হয়েছিল সৌরাষ্ট্র ক্রিকেটারের ৷ ব্যাট হাতে 515 রানের পাশাপাশি বল হাতে 54টি টি-20 উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রবীন্দ্র জাদেজা (ইটিভি ভারত)

রবিচন্দ্রন অশ্বিন (সমস্ত ফর্ম্যাট): অনিল কুম্বলে, হরভজন সিং পরবর্তী-যুগে ভারতকে ভরসা দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর ঘূর্ণিতে একাধিক ম্যাচ বাগে এনেছে ভারত ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারের পর তিনি হয়ে উঠেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ৷ নামের সঙ্গে জুড়েছে নজিরের লম্বা লাইন ৷ ব্রিসবেন টেস্টের পর অ্যাশ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷

ঋদ্ধিমান সাহা (সমস্ত ফর্ম্যাট): 2021 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমান । পরে তিনি বাদ পড়ে যান ৷ তাঁর বাদ পড়ার পেছনে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের অনিচ্ছা কাজ করেছিল । তারপর থেকে আর ভারতীয় দলে জায়গা পাননি ‘ঋদ্ধিম্যান’ ৷ নভেম্বরে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেন তিনি ৷

দীনেশ কার্তিক (সমস্ত ফর্ম্যাট): আইপিএল চলাকালীন উইকেটের পিছন থেকে রোহিত শর্মা বলেছিলেন, বিশ্বকাপ এলেই ভালো খেলেন দীনেশ কার্তিক ৷ যদিও আইসিসি টি-20 বিশ্বকাপ শুরুর বারো ঘণ্টা আগে অবসর ঘোষণা করেন ডিকে ৷ জানিয়ে দেন, সবরকম ক্রিকেট থেকেই তিনি সরে দাঁড়াচ্ছেন ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রো-কো জুটি (ইটিভি ভারত)

শিখর ধাওয়ান (সমস্ত ফর্ম্যাট): টেস্টে সেরাদের তালিকায় হয়তো তাঁকে রাখা যাবে না ৷ তবুও দেশের ওডিআই ক্রিকেট নিয়ে কথা বলতে হলে ‘গব্বর’কে বাদ দেওয়া যাবে না ৷ একসময় ওপেনিংয়ে ভরসা দিতেন ৷ 167টি একদিনের ম্যাচে প্রায় সাত হাজারের কাছাকাছি রান ৷ বহু ম্যাচে তাঁর ঘাড়ে চেপেই বৈতরণী পার করেছে ভারত ৷

ডিন এলগার (সমস্ত ফর্ম্যাট): প্রোটিয়া ব্যাটার ৷ 86টি টেস্টে প্রায় সাড়ে 5 হাজার রান করা এলগার বিশ্ব ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ যদিও এখনও কাউন্টি ক্রিকেট খেলেন তিনি ৷ চলতি বছরেই এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন তিনি ৷

ডেভিড ওয়ার্নার (সমস্ত ফর্ম্যাট): শুরু করেছিলেন বিশেষজ্ঞ টি-20 ব্যাটার হিসেবে ৷ কিন্তু, ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেটেও সমানভাবে সফল বাঁ-হাতি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ অস্ট্রেলিয়া দলে তিনি অভিষেক করেন পাওয়ার হিটার হিসেবেই ৷ কিন্তু দলে নিজেকে প্রমাণ করে 'একম অদ্বিতীয়ম' হয়ে উঠেছিলেন এই ওপেনার ৷ অন্যদিকে এবার আইপিএল নিলামেও দল পাননি তিনবার কমলা টুপি জেতা ওয়ার্নার ৷

শাকিব আল-হাসান (টেস্ট ও টি-20): দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার শুধু নন, আইসিসি’র প্রাক্তন পয়লা ব়্যাংকিংয়ে থাকা অল-রাউন্ডার ৷ কলকাতা নাইট রাইডার্সকে একাধিক ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৷ দেশের হয়ে একমাত্র ওডিআই ক্রিকেটেই খেলবেন তিনি ৷

মাহমুদুল্লাহ (টি-20): বাংলাদেশের আরেক ক্রিকেটার ৷ পদ্মাপাড়ে তাঁকে রীতিমতো নায়কের সম্মান দেওয়া হয় ৷ চলতি বছরে টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি ৷

জেমস অ্যান্ডারসন (সমস্ত ফর্ম্যাট): পেসার হিসেবে অনন্য নজির গড়েছেন জেমস অ্যান্ডারসন ৷ টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে 700 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন 41 বছরের এই ব্রিটিশ পেসার ৷ তারপরেই কেরিয়ারে দাড়ি টেনেছেন জিমি ৷

টিম সাউদি (সমস্ত ফর্ম্যাট): নিউজিল্যান্ডের ডান-হাতি ফাস্ট বোলার ৷ তাঁকে বল হাতে দেখলে কেঁপে যান তাবড় তাবড় ব্যাটাররা ৷ প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট সেরার শিরোপা জেতে ব্ল্যাক ক্যাপসরা ৷ ওই ম্যাচে রোহিত শর্মা, শুভমন গিলদের প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি ৷ সর্বোচ্চ উইকেট নয়, টেস্টে ছক্কা মেরে ইতিহাসে নিজের নাম তুলে ফেলেছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ছুঁয়ে ফেলেছেন ‘সেক্সি ক্যামেল’ ৷

অবসরের গ্রহে গিয়েছেন হেনরিখ ক্লাসেন (টেস্ট), সৌরভ তিওয়ারি (সমস্ত ফর্ম্যাট), বরুণ অ্যারণ (সমস্ত ফর্ম্যাট), কলিন মুনরো (সমস্ত ফর্ম্যাট), মইন আলি (সমস্ত ফর্ম্যাট), ম্যাথু ওয়েড (সমস্ত ফর্ম্যাট), ট্রেন্ট বোল্ট (সমস্ত ফর্ম্যাট)...

ফুটবল

পেপে (ফুটবলার): কেপলার ল্যাভেরান দে লিমা ফেরাইরা ওম । সবুজ গালিচা থেকে বিদায় নিয়েছেন রোনাল্ডোর সতীর্থও ৷ 41 বছর বয়সে ইউরো কাপ খেলতে নেমে নজির গড়েছেন ৷ ইউরোর ইতিহাসে তিনিই সবচেয়ে ‘বৃদ্ধ’ খেলোয়াড় ৷

টনি ক্রুজ (ফুটবলার): দেশের জার্সিতে 2014 বিশ্বকাপ । বায়ার্ন মিউনিখের হয়ে তিনবার বুন্দেশলিগা । রিয়াল মাদ্রিদের হয়ে 4টি লা লিগা খেতাব । মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের সদস্য । নিজেকেই ছাপিয়ে যেতে ভালোবাসতেন টনি ক্রুজ ৷

টেনিস

রাফায়েল নাদাল (টেনিস): 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ ডেভিস কাপে হেরে টেনিসকে বিদায় জানিয়েছেন লাল মাটির অবিসংবাদী নায়ক ৷ 14টি ফরাসি ওপেন ছাড়াও ঝুলিতে রয়েছে জোড়া উইম্বলডন, জোড়া অস্ট্রেলিয়ান ওপেন এবং চারটি যুক্তরাষ্ট্র ওপেন ৷ রোলা গারোঁয় জয় এবং হারের অনুপাত 112-4 ৷ পাশাপাশি 92টি ট্যুর-লেভেল খেতাব জয়ী কিংবদন্তি টানা 209 সপ্তাহ ছিলেন এটিপি ব়্যাংকিংয়ের শীর্ষে ৷ বছরদু'য়েক আগে টেনিসকে বিদায় জানান তাঁর প্রবলতর প্রতিপক্ষ রজার ফেডেরার ৷ এবার কেরিয়ারে যবনিকা টেনেছেন বন্ধুও ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
রাফায়েল নাদাল (ইটিভি ভারত)

অ্যান্ডি মারে (টেনিস): অবসরের গ্রহে গিয়েছেন ব্রিটেনের টেনিস তারকাও ৷ রাফায়েল নাদাল, রজার ফেডেরার, নোভাক জকোভিচের মাঝে কেরিয়ার খুব উজ্জ্বল করতে না-পারলেও ফ্যাব ফোরের অন্যতম তিনি ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
অ্যান্ডি মারে (ইটিভি ভারত)

অন্যান্য

দীপা কর্মকার (জিমন্যাস্ট): অবসরে দেশের 'প্রোদুনোভা গার্ল' ৷ চোট-আঘাতকে পাশ কাটিয়ে শেষ কয়েকবছরে আর ফিরতে পারেননি পুরনো ছন্দে ৷ 2024 এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতেও বুঝতে পেরেছিলেন মন চাইলেও শরীর আর সম্মতি দিচ্ছে না ৷ অক্টোবরে অবসর ঘোষণা করেন 2016 রিও অলিম্পিক্সে চতুর্থ স্থানাধিকারী ত্রিপুরার মেয়ে ৷ ভারতীয় জিমন্যাস্টিককে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যিনি ৷

SPORT PERSONS RETIREMENT IN 2024
দীপা কর্মকার (ইটিভি ভারত)

আরও পড়ুন

Last Updated : Dec 20, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.