পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মাঝমাঠ ও রক্ষণে নজর লাল-হলুদের, বসুন্ধরা কিংসের রবিনহো কি ইস্টবেঙ্গলে ? - ROBINHO TO EAST BENGAL SPECULATION

Bashundhara Kings Footballer Robson Robinho: বাংলাদেশের বসুন্ধরা কিংসের রবিনহো রবসনকে দলে নিতে অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে তিনি লাল-হলুদ শিবিরে সই করেছেন ৷

Bashundhara Kings Footballer Robson Robinho
বসুন্ধরা কিংসের রবিনহো কি ইস্টবেঙ্গলে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 10:18 PM IST

Updated : Jun 16, 2024, 11:06 PM IST

কলকাতা, 16 জুন: ক্লেইটন সিলভা, দিমিত্রিওস দিয়ামান্টাকোসের পাশে রবিনহো সমৃদ্ধ লাল-হলুদ আক্রমণভাগ, যা নতুন মরশুমে যে কোনও প্রতিপক্ষের কাছেই দুঃস্বপ্ন। সূত্রের খবর, বাংলাদেশের বসুন্ধরা কিংসের লেফট উইঙ্গার রবিনহোকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। যদিও তাঁর যোগদানের খবরে কোনও সরকারি সিলমোহর নেই। আক্রমণভাগের সমস্যা মেটানোর পরে এবার নাকি মাঝমাঠ ও রক্ষণে নজর দিতে চাইছেন লাল-হলুদ রিক্রুটাররা।

আরও এক বিদেশি নিতে পারবে লাল-হলুদ। রক্ষণে ইতিমধ্যেই হিজাজি মাহের রয়েছেন। আরও একজন ডিফেন্ডারকে সই করাতে চায় লাল-হলুদ । জর্ডন এলসের ফিট হয়ে ওঠার ছবিটা পরিষ্কার নয়। তাঁর বিষয়টি কোচ কার্লেস কুয়াদ্রাত দেখছেন। জর্ডন এলসে না-হলে স্পেন থেকে আরও একজন ডিফেন্ডার নিয়ে আসবেন লাল-হলুদ কোচ। সূত্রের আরও খবর, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস থেকে দুই বছরের জন্য রবিনহোকে নিতে চাইছে লাল-হলুদ ক্লাব।

এই মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ার খেলবে কার্লেস কুয়াদ্রাতের দল। 14 অগস্ট কলকাতায় সেই ম্যাচ। পরের রাউন্ডে যেতে ঘরের মাঠে এই ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে। তাই আক্রমণভাগকে শক্তিশালী করতে বাড়তি নজর ইস্টবেঙ্গল রিক্রুটারদের। বাংলাদেশের বসুন্ধরা কিংসের রবিনহো রবসনকে দলে নিতে অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। বাংলাদেশের নানা সংবাদমাধ্যমেও রবসন নতুন মরশুমে ইস্টবেঙ্গলে, বলে জানানো হয়েছিল। তবে আসরে শুধু ইস্টবেঙ্গল নয়, ব্রাজিলিয়ান ফুটবলারকে পেতে আরও অন্যান্য আইএসএল ক্লাব আগ্রহী ছিল। 15 ম্যাচে রোবিনহোর গোলসংখ্যা আট আর 11টি অ্যাসিস্ট। আসলে এএফসি কাপে আট বিদেশি খেলানো যায়।

সল ক্রেসপো, ক্লেটন সিলভা, দিমিত্রিওস দিয়ামান্টাকোস, হিজাজি মাহেরের সইয়ের কথা জানিয়েছে ইস্টবেঙ্গল। চূড়ান্ত হওয়ার পথে মাদিয়া তালাল। এর সঙ্গে ভারতীয় ব্রিগেডও বেশ শক্তিশালী। আপুইয়াও লাল হলুদ জার্সি পরতে চলেছেন। ভারতীয় ডিফেন্ডার হিসেবে অ্যালেক্স সাজি যোগ দিচ্ছেন বলে খবর। কোনও সন্দেহ নেই গত চারবছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল। এমরশুমে ফুটবলার সই করানোর ক্ষেত্রে দারুণ কাজ করেছে লগ্নিকারী ও ইস্টবেঙ্গল ক্লাব জুটি।

  1. এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা?
Last Updated : Jun 16, 2024, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details