পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অজি ক্রিকেটারের কারণে পূজারাকে ছেঁটে ফেলল ইংল্যান্ডের কাউন্টি ক্লাব - CHETESWAR PUJARA

PUJARA ENDS SUSSEX STINT: অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যানিয়েল হিউজেস এবং ক্য়ারিবিয়ান পেসার জেইডেন সেলসকে দলে রাখার কথা সম্প্রতি ঘোষণা করেছে সাসেক্স ৷ তারপরই আসন্ন মরশুমে ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারাকে বিদায় জানাল ইংল্য়ান্ডের কাউন্টি ক্লাবটি ৷

CHETESWAR PUJARA
চেতেশ্বর পূজারাকে বোর্ডের সংবর্ধনা (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 22, 2024, 7:43 PM IST

লন্ডন, 22 অগস্ট: টানা তৃতীয়বারের জন্য চলতি মরশুমে সাসেক্সের জার্সিতে কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ কিন্তু আসন্ন মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরুর আগে চেতেশ্বর পূজারাকে ছেঁটে ফেলল সাসেক্স ৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যানিয়েল হিউজেসকে ধরে রাখার কথা সম্প্রতি ঘোষণা করেছে ইংল্য়ান্ডের কাউন্টি ক্লাবটি ৷ তারপরই লাল বলের ক্রিকেটে ভারতের তারকা ব্যাটারকে বিদায় জানাল সাসেক্স ৷

আসন্ন মরশুমে সাসেক্সের হয়ে চ্য়াম্পিয়নশিপের সব ম্যাচ এবং টি-20 ভিটালিটি ব্লাস্টে খেলবেন তিনি ৷ সম্প্রতি সাসেক্সকে এমনই নিশ্চয়তা দিয়েছেন ড্যানিয়েল হিউজেস ৷ পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সেলসকেও দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাবটি ৷ যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেটে নজর কেড়েছেন ৷ আর এই দুই বিদেশি ক্রিকেটার নিশ্চিত হতেই একদা ভারতের 'মিস্টার ডিপেন্ডবল'কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সাসেক্স ৷

অফিসিয়াল ওয়েবসাইটে পূজারার খবর জানিয়ে সাসেক্স হেড কোচ পল ফারব্রেস বলেন, "চেতেশ্বর পূজারাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না ৷ কিন্তু ড্যান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ৷ আমরা খুশি যে আসন্ন মরশুমে পুরো সময়টা ও আমাদের সঙ্গে থাকতে পারবে ৷" শেষবার টি-20 ব্লাস্ট প্রতিযোগিতায় 5টি অর্ধশতরান সহযোগে সর্বাধিক 560 রান এসেছিল হিউজেসের ব্যাটে ৷ পাশাপাশি অজি তারকার অভিজ্ঞতা সাজঘরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে মনে করেন সাসেক্স কোচ ৷ আর সে কারণেই কোপ পড়ল পূজারার উপর ৷

2010 আত্মপ্রকাশের পর ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারে বিশ্বস্ত নাম হয়ে উঠেছিলেন পূজারা ৷ 103টি টেস্টে দেশের জার্সিতে সৌরাষ্ট্র ব্যাটারের ঝুলিতে রয়েছে 7 হাজারেরও বেশি রান ৷ শতরান 19টি ৷ তবে ফর্ম হারিয়ে আপাতত জাতীয় দল থেকে বহুদূরে পূজারা ৷ গতবছর শেষবার জাতীয় দলের হয়ে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন পূজারা ৷

ABOUT THE AUTHOR

...view details