হায়দরাবাদ, 30 জুন:29 জুনের রাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইতিহাস তৈরি করেছে রোহিত শর্মার ভারতীয় দল ৷ 17 বছর পর ভারত ফের একবার টি20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ৷ আর এই জয়ে কোনও একজন ক্রিকেটার নন ৷ দলের এগারো জনের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ ছিল ৷ তবে, ম্যাচ জেতানো মুহূর্তের প্রশ্নে, প্রাক্তন ভারতীয় পেসার কারসন ঘাউরি এগিয়ে রাখছেন সূর্যকুমার যাদবের নেওয়া ডেভিড মিলারের অসাধারণ ক্যাচকে ৷
শনিবার রাতে বারবাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7 রানের জয়ে টি20 বিশ্বকাপ দ্বিতীয়বারের জন্য নিজেদের নামে করেছে ভারত ৷ টানটান উত্তেজনায় ভরা ফাইনালের, ফাইনাল পাঁচ ওভার এবং ভারতীয় দলের প্রত্যেক সদস্যের প্রশংসা করলেন কারসন ঘাউরি ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "বিশ্বকাপ জয়ের মুহূর্ত সর্বদা আনন্দের ৷ এটা খুবই আনন্দের সময় ৷ শুধুমাত্র একজন ক্রিকেটার বা দলের জন্য নয় ৷ এটা ক্রিকেট অনুরাগী সকল ভারতীয়ের জন্য আনন্দের মুহূর্ত ৷ এই সব মুহূর্তগুলি প্রত্যেকের মাথায় ও হৃদয়ে থেকে যাবে ৷ এগুলি কখনও মুছে যাওয়ার নয় ৷"
73 বছরের কারসন ঘাউরি বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সঙ্গে বোলিং ওপেন করতেন ভারতের হয়ে ৷ একজন বোলার হিসেবে ম্যাচের শেষ পাঁচ ওভারে তিনিও আশা ছেড়ে দিয়েছিলেন ৷ তাঁর কথায়, "গতকালের ম্যাচে একটা সময় আমার মনে হয়েছিল, আমরা হয়তো হেরে যাব ৷ কিন্তু, আমার মতে এটা ভারতীয় খেলোয়াড়দের অন্যতম সেরা ফাইটব্যাক ৷ বিশেষ করে শেষ 3-4 ওভারে ৷ সূর্যকুমার যাদবের ওই ক্যাচটা পুরো ম্যাচের ছবিটা বদলে দিয়েছিল ৷ বিরাট কোহলির অসাধারণ 76 রানের ইনিংস, আর অক্ষরের সঙ্গে ওর পার্টনারশিপের কারণে আমরা 170-এর মতো রান (176 রান) তুলতে পেরেছি ৷ আর সেটাই এখানে পার্থক্য গড়ে দিয়েছে ৷"