কলকাতা, 23 অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগ যাতে বাংলার রঞ্জি ট্রফির অভিযানে কোনও বাধা দিতে না পারে, সেই জন্য সতর্ক সিএবি । ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাই সিএবি-র তরফে রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিসিসিআই-এর সচিব জয় শাহকে ৷
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে পুরী-সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় দানার । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তিনদিন দুর্যোগের আশঙ্কা রয়েছে । এই পরিস্থিতিতে 25 থেকে 28 অক্টোবর সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা বনাম কেরালা রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে ।
সেই ম্যাচ আদৌ করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যা থেকেই সল্টলেকের মাঠ ঢেকে রাখা হয়েছে, যাতে বৃষ্টিতে মাঠের ক্ষতি না হয় । ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে । আর তাতে ভেস্তে যেতে পারে ম্যাচ । সেই কারণেই বোর্ডকে চিঠি দিয়েছে সিএবি ৷ আপাতত বোর্ডের উত্তরের অপেক্ষায় রয়েছেন সিএবি কর্তারা ।