বেঙ্গালুরু, 11 ডিসেম্বর: ব্য়র্থ বাংলার ব্যাটিং লাইন-আপ ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারেই থামল সুদীপ ঘরামিদের দৌড় ৷ গত কয়েকবছর ধরে ক্রিকেটে ব্যর্থতাই সঙ্গী বাংলার (Bengal Cricket Team) ৷ এবারও সেই ছবিটা বদলাল না ৷ শেষ আটে বরোদার কাছে হেরে শেষ বাংলার সৈয়দ মুস্তাক আলি অভিযান ৷
20 ওভারে 349 রান ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হার্দিক-ক্রুণালের দলকে বাংলা থামিয়েছিল 172 রানে ৷ ফলে মনে হয়েছিল, অভিষেক পোড়েল-সুদীপ ঘরামিরা সেই রান তাড়া করতে পারবে ৷ কোনও প্রতিরোধ ছাড়াই 131 রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস ৷ ব্যর্থ হয়ে গেল শাহবাজ আহমেদের (36 বলে 55) লড়াই ৷
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি ৷ প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী ও সায়ন ঘোষ কৃপণ বোলিং করলেও ব্যর্থ মহম্মদ শামি ৷ বাংলার তারকা পেসার 4 ওভারে খরচ করলেন 43 রান ৷ শেষ ওভারে দু’উইকেট তুললেও ততক্ষণে লড়াইয়ের জায়গায় পৌঁছে যায় বরদা ৷