পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোমানিয়াকে হারিয়ে প্রি-কোয়ার্টারে যাওয়ার লড়াই জমিয়ে দিল বেলজিয়াম - EURO 2024 - EURO 2024

BELGIUM BEAT ROMANIA: রোমানিয়ার বিরুদ্ধে ইউরোয় জয়ে ফিরল বেলজিয়াম ৷ স্লোভাকিয়ার বিরুদ্ধে হারের পর রোমানিয়াকে 2-0 গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার দাবি জোরালো করল টিনটিনের দেশ ৷ তবে ডি ব্রুইন গোল পেলেও গোল পেলে না রোমেলু লুকাকু ৷

BELGIUM BEAT ROMANIA
গোলের উচ্ছ্বাস ব্রুইনের (বেলজিয়াম ফুটবল-এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 10:50 AM IST

কোলন, 23 জুন:গ্রুপের প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স একেবারেই নামের প্রতি সুবিচার করতে পারেনি ৷ ফিফা ব়্যাংকিংয়ে 48 তম স্থানে থাকা স্লোভাকিয়ার কাছে তৃতীয়স্থানে থাকা বেলজিয়ামের হার ছিল পচা শামুকে পা কাটার মতো ৷ শনিবার তাই রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল লুকাকুদের কাছে প্রতিযোগিতায় টিকে থাকার ৷ যে লড়াই জিতে 2024 ইউরোর পরের রাউন্ডে যাওয়ার দাবি জোরালো করল টিনটিনের দেশ ৷

এদিন দুই অর্ধে বেলজিয়ামের হয়ে গোলদু'টি করেন ইয়ুরি টিয়েলমান্স এবং কেভিন ডি ব্রুইন ৷ যার মধ্যে প্রথম গোলটি আসে ম্যাচের মাত্র 73 সেকেন্ডের মাথায় ৷ টিয়েলমান্সের জোরালো শট জাল কাঁপিয়ে দেয় প্রথম ম্যাচে ইউক্রেনকে তিন গোলে হারানো রোমানিয়ার ৷ 80 মিনিটে বেলজিয়ামের দ্বিতীয় গোলটি এককথায় দর্শনীয় ৷ গোলরক্ষকের লম্বা বল ধরে এক ডিফেন্ডারকে কাঁধে নিয়ে বল জালে রাখেন দলের অধিনায়ক ডি ব্রুইন ৷

ম্যাচ শেষে ম্যান সিটি তারকা বলেন, "আমরা স্লোভাকিয়ার বিরুদ্ধেও একই তাগিদ নিয়ে খেলেছিলাম ৷ আমরা ভালোই খেলেছিলাম, কিন্তু আজকের মতো গোল করতে না-পারাটা পার্থক্য গড়ে দিয়েছিল ৷" একইসঙ্গে রোমানিয়ার বিরুদ্ধে পারফরম্যান্স যে তাঁদের আশ্বস্ত করেছে তাও জানান ডি ব্রুইন ৷

এদিকে শনিবারের পর গ্রুপ 'ই'তে ম্যাচে এবং পয়েন্টের নিরিখে সমমেরুতে দাঁড়িয়ে চারটি দল- বেলজিয়াম, রোমানিয়া, ইউক্রেন এবং স্লোভাকিয়া ৷ অর্থাৎ, পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে রয়েছে সবক'টি দলই ৷ এর মধ্যে আপাতত গোল পার্থক্যে শীর্ষে রোমানিয়া, বেলজিয়াম রয়েছে দ্বিতীয় স্থানে ৷ তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে স্লোভাকিয়া ও ইউক্রেন ৷ 26 জুন গ্রুপের শেষ ম্যাচে স্লোভাকিয়া মুখোমুখি হবে রোমানিয়ার ৷ অন্যদিকে বেলজিয়াম খেলবে ইউক্রেনের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details