মুম্বই, 5 সেপ্টেম্বর:ভারতীয় ক্রিকেট বোর্ডের 93তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 29 সেপ্টেম্বর ৷ বৃহস্পতিবার সকালে বোর্ডের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বার্ষিক সাধারণ সভার দিন ঘোষিত হয় ৷ যদিও বিদায়ী সচিব জয় শাহের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া সচিব কে হচ্ছেন, সে বিষয়ে 29শে'র বার্ষিক সভায় কোনও আলোচনা হবে না বলেই জানানো হয়েছে ৷ বৈঠক অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে ৷
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি'র নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিসিসিআই'য়ের বিদায়ী সচিব জয় শাহ ৷ আগামী 1 ডিসেম্বর থেকে কার্যভার গ্রহণ করবেন তিনি ৷ কিন্তু জয় শাহ পরবর্তী বোর্ডের সচিব কে হবেন, তা নিয়ে চর্চা চলছে ৷ ইটিভি ভারতের তরফে আগেই জানানো হয়েছিল আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গেই ঘোরাফেরা করছে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির নাম ৷ যিনি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র ৷