পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দেনায় ডুবে পাকিস্তান ! ধারের টাকায় টিকিট কেটে চিনে গেল হকি দল - Pakistan Hockey Team

Pakistan Hockey Team Financial crisis: আর্থিক সংকটে পাকিস্তান ৷ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 প্রতিযোগিতায় অংশ নিতে ধার করা টিকিটে চিন গেল হকি দল ৷

Pakistan Hockey Team Financial Crisis
দেনায় ডুবে পাকিস্তান ! (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 30, 2024, 2:43 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান ৷ কয়েক লক্ষ কোটি টাকার ঋণে ডুবে সেদেশের সরকার ৷ তার উপর সাধারণের গলায় ফাঁস হয়ে বসেছে মুদ্রাস্ফীতি ৷ দেশের অবস্থা এতটাই খারাপ যে এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 খেলতে যাওয়ার জন্য ধার করতে হল পাকিস্তানের হকি ফেডারেশনকে ৷

চিনে বসেছে 2024 এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর ৷ সেখানে যাওয়া টিকিট কাটার জন্য ঋণ নিতে হয়েছে পাকিস্তান হকি ফেডারেশনকে ৷ এক্সে বিভিন্ন পোস্টে এই নিয়ে মশকরা শুরু করেছেন নেটিজেনরা ৷

ধারের টাকায় টিকিট কেটে চিনে গেল হকি দল (ইটিভি ভারত)

কী হয়েছে ?

ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান হকি দলের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চিনে যাওয়ার বিমান টিকিট কাটার জন্য ঋণ নিয়েছে পাকিস্তান হকি দল ৷ একটি সংবাদ সম্মেলনের পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগতি বলেন, তাঁদের আশা তাড়াতাড়িই এর জন্য বরাদ্দ অর্থ পাওয়া যাবে ৷ তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে হকি দলের জন্য আর্থিক তহবিলও করার জন্য আবেদন করেছেন। পাশাপাশি জানা গিয়েছে, পাকিস্তান স্পোর্টস বোর্ড (পিএসবি) পিএইচএফ’র টাকা মেটানোর ঘোষণা করেছে ।

ধার করা টাকায় কাটা টিকিটে চিনে পৌঁছে গিয়েছে পাকিস্তান হকি দল ৷ বেজিং থেকে বিমান বাতিল হয়ে যাওয়ার পরে পাকিস্তান হকি দলকে তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য 300 কিলোমিটার পথ ভ্রমণ করতে হয়েছিল ৷

8 ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 । প্রতিযোগিতার ফাইনাল 17 সেপ্টেম্বর ৷ হকিতে একসময় বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত হত পাকিস্তান ৷ যদিও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয় ৷ সমর্থকদের আশা, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ফের ঘুরে দাঁড়াবে পাক হকি ৷

ABOUT THE AUTHOR

...view details