পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধৃত ইস্ট-মোহন সমর্থকদের ছেড়ে দেওয়া হচ্ছে, হাইকোর্টে জানাল রাজ্য - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Arrested EB MB Supporters Released on PR Bond: পিআর বন্ডে মুক্তি পাবেন রবিবার বেঙ্গল কেমিক্যাল ও কাদাপাড়া থেকে গ্রেফতার হওয়া আন্দোলনকারী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা ৷ আজ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার ৷

Arrested EB MB Supporters Released on PR Bond
গ্রেফতার হওয়া ইস্ট-মোহন সমর্থকদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 2:01 PM IST

কলকাতা, 19 অগস্ট: ডার্বি বাতিলের প্রতিবাদে আন্দোলনকারী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের রবিবার আটক করা হলেও তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে ৷ কলকাতা হাইকোর্টে আজ রাজ্য সরকারের তরফে একথা জানানো হয়েছে ৷

আরজি কর ইস্যুতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ডার্বি বাতিল এবং তার প্রতিবাদে রবিবার বিকেলে শহরের রাজপথ দখল করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ দুই প্রধানের সমর্থকদের বিক্ষোভ-আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ ৷ তারপর বহু আন্দোলনকারী সমর্থককে আটক করা হয় ৷ ধৃত সেই ইস্ট-মোহন সমর্থকরা কোথায় ?

তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷ যে মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ধৃত সব ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের ছেড়ে দেওয়া হচ্ছে ৷ তাঁদের পিআর বন্ডে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এ-ও জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সেই সব শেষ করে, তাঁদের ছাড়তে কিছুটা সময় লাগবে ৷

এদিন প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানিতে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন, যুবভারতীর কাছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের যৌথ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল ৷ পুলিশ অযথা বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে ৷ তিনি বলেন, "ডার্বি বাতিল নিয়ে এবং আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানো মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই নিখোঁজ ৷ সমর্থকদের নানাভাবে ট্র্যাক করে ধরপাকড় চলে ৷ পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে তুলে নিয়ে যায় ৷ তাঁদের কোনও খোঁজ মিলছে না ৷"

এরপরেই বেলা 12টার সময় রাজ্য সরকারকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দেয় আদালত ৷ সেইমতো আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে উপস্থিত হন ৷ তিনিই সরকারের তরফে জানান, গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের পিআর বন্ডে মুক্তি দেওয়া হচ্ছে ৷ তবে, আইনি প্রক্রিয়া শেষে, মুক্তি দিতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details