কলকাতা, 31 জানুয়ারি: 2022 ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের বাস কলকাতার রাস্তায় ৷ মহানগরের রাস্তায় নীল-সাদায় রঙে রাঙানো ও লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি’মারিয়া এবং এমিলিয়ানো মার্টিনেজের ছবি দেওয়া এই বাস ৷ সঙ্গে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, আর্জেন্তিনার জাতীয় ফুটবল দলের বাস কলকাতার রাস্তায় কেন ? কৌতূহল জন্মানোটাই স্বাভাবিক ৷
এই বাসটির মহানগরের বুকে ঘুরে বেড়ানোর ছবি দেখে ফুটবল পাগল কলকাতার মানুষের মনে ফের আশার আলো ৷ তারা জানতে চাইছে লিয়োনেল মেসি কি কলকাতায় ফের আসছেন ? সম্ভাবনা যে নেই, তা নয় ৷ ইতিমধ্যেই সেই সম্ভাবনার ইঙ্গিত বহুজাতিক সংস্থা আইটিসি'র তরফে দেওয়া হয়েছে ৷ বুধবার এক সাংবাদিক সম্মলনে আগামী একবছর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আইটিসি'র চুক্তিবদ্ধ হওয়া কথা ঘোষণা করা হয়েছে ৷
আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে লিয়েনার্দো পিটারসন জানিয়েছেন, তারা ভারতীয় সংস্থা আইটিসি'র সঙ্গে আগামী একবছরের জন্য চুক্তি করতে পেরে খুশি ৷ ভারতে আর্জেন্তিনা ফুটবল দলের আঞ্চলিক স্পনসর হিসেবে কাজ করবে আইটিসি ৷ দেশের এই বহুজাতিক সংস্থার তরফে ভাইস প্রেসিডেন্ট সুরেশ চন্দ জানিয়েছেন, ভারতে ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের সঙ্গে এই চুক্তি করা হয়েছে ৷