কলকাতা, 10 জানুয়ারি: চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল বৃহস্পতিবারই ৷ পায়ে ক্রেপ ব্য়ান্ডেজ বেঁধে আনোয়ার আলি এসেছিলেন বটে ৷ কিন্তু টিম হাডল সেরে বেরিয়ে গিয়েছিলেন ৷ শুক্রবার অনুশীলনেই এলেন না দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ৷ ফলত শনিবার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ডার্বি দ্বৈরথে নেই আনোয়ার ৷ না-পাওয়ার তালিকায় মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকরাও। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে গুয়াহাটিতে মোহনবাগান সুপার জায়ান্টকে সামলাতে নামছেন অস্কার ব্রুজোঁর দল।
গুয়াহাটিতে দুই দলের সাক্ষাতের পরিসংখ্যান 1-1। আইএসএলের মঞ্চে প্রথমবার ডার্বি খেলতে ব্রহ্মপুত্রের কোলে কলকাতার দুই প্রধান। এখনও পর্যন্ত আইএসএল ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট অপরাজিত। এবারেও লাল-হলুদের হয়ে বাজি ধরার লোকের সংখ্যা সামান্যই। অস্কার ব্রুজোঁ সব শুনছেন এবং নীল নকশা সাজাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন হয়তো অস্কার জীবনের কঠিনতম লড়াইয়ে নামতে চলেছেন। যদিও লাল-হলুদ হেডস্যর বলছেন, "আমার কোচিং জীবনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ এসেছে। শনিবারের ম্যাচটা তার মধ্যে অবশ্যই অন্যতম। তবে কঠিনতম নয়। এটা ঠিকই যে, মোহনবাগান অনেক ভাল ফর্মে থাকা দল। হয়তো এই ম্যাচে তাদের সফল হওয়ার সুযোগই বেশি। তবে ওদের থামানোর জন্য যা যা করা দরকার সবই করব আমরা ৷"