কলকাতা, 11 সেপ্টেম্বর: আগামী দশদিনের মধ্যে আপিল করতে চলেছে ইস্টবেঙ্গল । এই মর্মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আপিল করার কথা জানিয়ে দেওয়া হয়েছে । বুধবার এই কথা জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার । আনোয়ার আলির দলবদল বিতর্কে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মঙ্গলবার সকালে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় ৷ তারপরেই এই সিদ্ধান্ত নেয় লাল-হলুদ ৷
আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসন এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে দু’টো ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এছাড়াও আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির ওপর মোট 12 কোটি 90 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে । ইস্টবেঙ্গল আগে জানিয়েছিল, বিষয়টি আইনজীবী দেখছে । তারা আপিল করবে । সেইমতো দেবব্রত সরকার জানান, আপিল করার বিষয়টি নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে । কেন তারা আপিল করার পথে হাঁটছেন তাও জানানো হয়েছে ।