পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ট্রফি সামনে গিটারে সুরের মূর্ছনা, গানে-গানে বিশ্বজয় সেলিব্রেশন কিউয়িদের

প্রোটিয়াদের 32 রানে হারিয়ে প্রথমবার মহিলাদের টি-20 বিশ্বকাপ জয় নিউজিল্য়ান্ডের ৷ আর গিটার বাজিয়ে গান গেয়ে সেই জয় স্মরণীয় রাখলেন ক্রিকেটাররা ৷

NEW ZEALAND CELEBRATE THEIR T20 WC VICTORY
বিশ্বজয় সেলিব্রেশন নিউজিল্যান্ডের (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 21, 2024, 4:44 PM IST

দুবাই, 21 অক্টোবর: প্রথম টি-20 বিশ্বজয়কে অভিনব উপায়ে উদযাপন করলেন নিউজিল্য়ান্ডের মহিলা ক্রিকেটাররা ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 32 রানে হারিয়ে প্রথমবার কুড়ি-বিশের ক্রিকেটে বিশ্বজয় করেছে কিউয়িরা ৷ আর এদিন বিশ্বজয়ের পর ট্রফি সামনে রেখে কোরাসে মাতলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ৷ গিটার হাতে সামনে থেকে সেই কোরাসে নেতৃত্ব দিলেন ম্য়াচের সেরা অ্যামিলিয়া কের ৷

কিউয়িদের প্রথম বিশ্বজয় উদযাপনের সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করা হয়েছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'র তরফে ৷ আইসিসি'র তরফে পোস্ট করা সেই ভিডিয়োর ক্য়াপশনে লেখা হয়েছে, "চ্যাম্পিয়ন দলের তরফে পিচ পারফেক্ট ছবি ৷" ইতিমধ্যেই সেই ভিডিয়ো প্রায় 5 লক্ষ মানুষ পছন্দ করেছেন সোশাল মিডিয়ায় ৷ ক্রিকেটের পাশাপাশি কিউয়ি ক্রিকেটারদের সুরের মূর্ছনা মুগ্ধ করেছে নেটিজেনদের ৷

মহিলাদের টি-20 বিশ্বকাপ যে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে, সেটা নিশ্চিতই ছিল ৷ তবে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেওয়া দক্ষিণ আফ্রিকা ফাইনালে বিশেষ সুবিধা করতে পারেনি কিউয়িদের বিরুদ্ধে ৷ মেগা ম্য়াচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়িকা লরা উলভার্ডট ৷ সুজি বেটসের 32, অ্য়ামিলিয়া কেরের ঝোড়ো 43 এবং ব্রুক হালিডে'র 38 রানে ভর করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 158 রান তোলে নিউজিল্য়ান্ড ৷

ব্য়াট হাতে মূল্যবান 38 বলে 43 রানের পর বল হাতেও তিন উইকেট নেন কিউয়ি অলরাউন্ডার কের ৷ তিন উইকেট যায় রোজমেরি মাইরের ঝুলিতেও ৷ নিউজিল্য়ান্ড বোলারদের দাপটে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 126 রান তুলতে সমর্থ হয় প্রোটিয়ারা ৷ 32 রানে জিতে প্রথমবার সংক্ষিপ্ত ফর্ম্য়াটে বিশ্বজয় করে নিউজিল্যান্ড ৷ উল্লেখ্য, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও গ্রুপ পর্বের শেষ ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে পৌঁছনো হয়নি ভারতীয় দলের ৷

ABOUT THE AUTHOR

...view details