ETV Bharat / sports

ব্যর্থ বৈভব ! এশিয়া কাপে পাকিস্তানের কাছে ‘পর্যুদস্ত’ ভারত

প্রথম ম্যাচই ছিল সম্মানরক্ষার ৷ সেই ম্যাচই পকেটে পুরল পাকিস্তান ৷ হার দিয়ে এশিয়া কাপ শুরু করল টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ৷

India vs Pakistan
এশিয়া কাপে পাকিস্তানের কাছে ‘পর্যুদস্ত’ ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

দুবাই, 30 নভেম্বর: ব্যর্থ বৈভব সূর্যবংশী ৷ আইপিএলে 13 বছর বয়সে কোটিপতি হয়ে সাড়া জাগানো ব্যাটার করলেন মাত্র 1 রান ৷ এসিসি অনুর্ধ্ব-19 এশিয়া কাপে পাকিস্তানে কাছে পর্যদুস্ত ভারত ৷ পড়শি দেশের দেওয়া 282 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ‘মেন ইন ব্লু’র ছোটরা গুটিয়ে গেল 238 রানে ৷

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও জাপান ৷ ফলে অঘটন না-ঘটলে দু’দলেরই শেষ চার পাকা ৷ ফলে প্রথম ম্যাচই ছিল সম্মানরক্ষার ৷ সেই ম্যাচই পকেটে পুরল পাকিস্তান ৷ হার দিয়ে এশিয়া কাপ শুরু করল টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ৷

282 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত ৷ এই ম্যাচে নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে ৷ আইপিএলে 13 বছরের ব্যাটারকে রাজস্থান রয়্যালস নিয়েছে 1.3 কোটি টাকা খরচ করে ৷ প্রথম ম্যাচেই নিরাশ করলেন বিহারের বিস্ময় বালক ৷ 9 বল খেলে মাত্র 1 রানে ফিরলেন বৈভব ৷

এদিন টস জিতে ব্যাট নেয় পাকিস্তান ৷ নির্ধারিত 50 ওভারে সাদ বাইগের দল তোলে 281 রান ৷ 159 রানের বিরাট ইনিংস খেলেন সাজাইব খান ৷ ভারতীয় বোলারদের প্রহার করা ইনিংস সাজানো 10টি ছয় ও 5টি চারে ৷ 94 বলে 60 রান করেন ওপেনার উসমান খান ৷ ‘বিরাট’ ইনিংসই শুধু নয়, এদিন একাধিক রেকর্ডও গড়েছেন পাক ব্যাটাররা ৷

আরও পড়ুন

দুবাই, 30 নভেম্বর: ব্যর্থ বৈভব সূর্যবংশী ৷ আইপিএলে 13 বছর বয়সে কোটিপতি হয়ে সাড়া জাগানো ব্যাটার করলেন মাত্র 1 রান ৷ এসিসি অনুর্ধ্ব-19 এশিয়া কাপে পাকিস্তানে কাছে পর্যদুস্ত ভারত ৷ পড়শি দেশের দেওয়া 282 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ‘মেন ইন ব্লু’র ছোটরা গুটিয়ে গেল 238 রানে ৷

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও জাপান ৷ ফলে অঘটন না-ঘটলে দু’দলেরই শেষ চার পাকা ৷ ফলে প্রথম ম্যাচই ছিল সম্মানরক্ষার ৷ সেই ম্যাচই পকেটে পুরল পাকিস্তান ৷ হার দিয়ে এশিয়া কাপ শুরু করল টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ৷

282 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত ৷ এই ম্যাচে নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে ৷ আইপিএলে 13 বছরের ব্যাটারকে রাজস্থান রয়্যালস নিয়েছে 1.3 কোটি টাকা খরচ করে ৷ প্রথম ম্যাচেই নিরাশ করলেন বিহারের বিস্ময় বালক ৷ 9 বল খেলে মাত্র 1 রানে ফিরলেন বৈভব ৷

এদিন টস জিতে ব্যাট নেয় পাকিস্তান ৷ নির্ধারিত 50 ওভারে সাদ বাইগের দল তোলে 281 রান ৷ 159 রানের বিরাট ইনিংস খেলেন সাজাইব খান ৷ ভারতীয় বোলারদের প্রহার করা ইনিংস সাজানো 10টি ছয় ও 5টি চারে ৷ 94 বলে 60 রান করেন ওপেনার উসমান খান ৷ ‘বিরাট’ ইনিংসই শুধু নয়, এদিন একাধিক রেকর্ডও গড়েছেন পাক ব্যাটাররা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.