ETV Bharat / sports

দলবদল বিতর্কে ফিফার নতুন নির্দেশ, স্বস্তিতে আনোয়ার ও ইস্টবেঙ্গল - ANWAR ALI ISSUE

আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না প্লেয়ার স্ট্যাটাস কমিটি । ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে লাল-হলুদ ।

Big Relief for Anwar Ali
স্বস্তিতে আনোয়ার ও ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 30, 2024, 9:10 PM IST

কলকাতা, 30 নভেম্বর: ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে ফিফা । বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিল ফিফা । ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ।

প্রসঙ্গত আজই আনোয়ার আলি ইস্যুতে বৈঠক হওয়ার কথা ছিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির । ফিফার এই নির্দেশে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে । কারণ ফেডারেশন কী করবে সেটাই দেখার । ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে এক্স হ্যাণ্ডেলে লিখেছেন রঞ্জিত বাজাজ । ফিফার বিজ্ঞপ্তিতে তা দেওয়া রয়েছে ।

শুক্রবার আইএসএলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল । তার পরেরদিনই এই খবর সামনে এসেছে । আনোয়ার আলির ব্যাপারে এআইএফএফ কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । চলতি মরশুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের এই ডিফেন্ডার । তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায় । মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের ফুটবলার । ইস্টবেঙ্গলও একই দাবিতে অনড় থাকে । বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যায় । তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে লাল-হলুদ ।

শাস্তি নিয়ে এই টানাপোড়েনে আনোয়ারও স্বস্তিতে ছিলেন না । যা তাঁর খেলায় প্রভাব ফেলছিল । বাগান সচিব দেবাশিস দত্ত কটাক্ষ করে বলেছিলেন, ‘‘আনোয়ারের মানসিক সমস্যা হচ্ছে । মাঠের বাইরের বিষয়ে এত জটিল পরিস্থিতিতে রয়েছে যে খেলায় মনঃসংযোগ করতে পারছে না ।’’ এমনকী আনোয়ারকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন । কটাক্ষ-সমালোচনায় আনোয়ার অস্বস্তিতে ছিলেন । অবশেষে স্বস্তি ।

শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলে দলের প্রথম জয়ে রক্ষণকে নির্ভরতা দিয়েছেন আনোয়ার । খেলায় পুরানো দাপট ছন্দ দেখা গিয়েছে । প্রথম দিকে ইস্টবেঙ্গলে ধাতস্থ হতে অনেকটা সময় নেওয়া আনোয়ার এখন লাল-হলুদ ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ । গোল করার ক্ষেত্রেও অনেক সময় বড় ভূমিকা নিচ্ছেন এই তারকা ।

গত কয়েকমাস ধরেই ভারতীয় ফুটবলে তাঁকে নিয়ে বিতর্ক আলোচ্য বিষয় । প্রাথমিকভাবে নির্বাসিত এবং জরিমানা করা হলেও পরে তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট । এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি । এতে অবশ্য খেলতে বাধা নেই। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছেন । এরই মাঝে আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের । শনিবার ফিফার ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও ।

আরও পড়ুন

কলকাতা, 30 নভেম্বর: ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে ফিফা । বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিল ফিফা । ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ।

প্রসঙ্গত আজই আনোয়ার আলি ইস্যুতে বৈঠক হওয়ার কথা ছিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির । ফিফার এই নির্দেশে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে । কারণ ফেডারেশন কী করবে সেটাই দেখার । ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে এক্স হ্যাণ্ডেলে লিখেছেন রঞ্জিত বাজাজ । ফিফার বিজ্ঞপ্তিতে তা দেওয়া রয়েছে ।

শুক্রবার আইএসএলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল । তার পরেরদিনই এই খবর সামনে এসেছে । আনোয়ার আলির ব্যাপারে এআইএফএফ কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । চলতি মরশুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের এই ডিফেন্ডার । তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায় । মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের ফুটবলার । ইস্টবেঙ্গলও একই দাবিতে অনড় থাকে । বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যায় । তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে লাল-হলুদ ।

শাস্তি নিয়ে এই টানাপোড়েনে আনোয়ারও স্বস্তিতে ছিলেন না । যা তাঁর খেলায় প্রভাব ফেলছিল । বাগান সচিব দেবাশিস দত্ত কটাক্ষ করে বলেছিলেন, ‘‘আনোয়ারের মানসিক সমস্যা হচ্ছে । মাঠের বাইরের বিষয়ে এত জটিল পরিস্থিতিতে রয়েছে যে খেলায় মনঃসংযোগ করতে পারছে না ।’’ এমনকী আনোয়ারকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন । কটাক্ষ-সমালোচনায় আনোয়ার অস্বস্তিতে ছিলেন । অবশেষে স্বস্তি ।

শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলে দলের প্রথম জয়ে রক্ষণকে নির্ভরতা দিয়েছেন আনোয়ার । খেলায় পুরানো দাপট ছন্দ দেখা গিয়েছে । প্রথম দিকে ইস্টবেঙ্গলে ধাতস্থ হতে অনেকটা সময় নেওয়া আনোয়ার এখন লাল-হলুদ ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ । গোল করার ক্ষেত্রেও অনেক সময় বড় ভূমিকা নিচ্ছেন এই তারকা ।

গত কয়েকমাস ধরেই ভারতীয় ফুটবলে তাঁকে নিয়ে বিতর্ক আলোচ্য বিষয় । প্রাথমিকভাবে নির্বাসিত এবং জরিমানা করা হলেও পরে তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট । এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি । এতে অবশ্য খেলতে বাধা নেই। ইস্টবেঙ্গল জার্সিতে নিয়মিত খেলছেন । এরই মাঝে আনোয়ার আলি ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের । শনিবার ফিফার ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.