নয়াদিল্লি, 17 জুন:প্রাক বিশ্বকাপে ব্যর্থতার দায়ে চাকরি গেল ইগর স্টিম্যাচের। পাঁচ বছর ধরে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামলানোর পরে তাঁকে সরিয়ে দেওয়া হল। সাফল্য ব্যর্থতা ইগর স্টিম্যাচের আমলে দু'টোই সমানভাবে এসেছে ভারতীয় ফুটবলে। 2019 সালে সুনীল ছেত্রীদের কোচ হিসেবে নিযুক্ত করেছিল এআইএফএফ। ক্রোয়েশিয়ার জাতীয় দলের এই কোচকে উপযুক্ত বলে মনে করেছিল ফেডারেশন। কিন্তু সময় যত গড়িয়েছে সাফল্য ব্যর্থতা পাশাপাশি হেঁটেছে ভারতীয় ফুটবলে।
সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টার কন্টিনেন্টাল ট্রাই নেশন সিরিজে ভারত সফল। কিন্তু এএফসি এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচগুলিতে ভারত ব্যর্থ। প্রাক বিশ্বকাপে তৃতীয় রাউন্ডে পৌঁছতে না-পারলে ইগর স্টিম্যাচের চাকরি যাবে ঠিক ছিল। এরপর কোচকে সরাতে বিরাট পরিমান অর্থদণ্ড দিতে হবে এই ছবিটা সামনে আসে। কিন্তু সবকিছু দেখে এবং বিবেচনা করে ভারতীয় দলের কোচের পদ থেকে ইগর স্টিম্যাচকে ছেঁটে ফেলল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।